সংবাদ সংস্থা মুম্বই: ‘কেশরী ২’ তে ‘ফ’ অক্ষরের ইংরিজি গালাগাল দিয়েছেন অক্ষয়। তা নিয়ে একপ্রস্থ বিতর্ক আগেই উঠেছিল। তবে এবারে যা হল, তা সবকিছুকে ছাপিয়ে গেল। পাকিস্তানি জঙ্গিদের উদ্দেশ্যে প্রকাশ্যে ওই গালাগাল দিলেন 'খিলাড়ি'! না, ঠিক দিলেন না। দেওয়লেন। তাঁর ছবির দর্শককে দিয়ে!
খুলেই বলা যাক গোটা বিষয়টি। গত শনিবার একটি প্রেক্ষাগৃহে ‘কেশরী ২’ ছবির শো-র শেষে মাধবনকে সঙ্গে নিয়ে ‘হল ভিজিট’-এ হাজির হয়েছিলেন অক্ষয়। ছবি শেষ হওয়ার পর দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলছিলেন এই দুই অভিনেতা। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গে মন্তব্য করে অক্ষয় জানান যে, এই ঘটনা তাঁকে ঠিক সেরকম রাগিয়েছে, যা তাঁর এই ছবির চরিত্রেও ছিল। এরপর অক্ষয় যা করলেন, সেই ভিডিও দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। শুরু হয়েছে বিতর্ক।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই মুহূর্তের ভিডিওতে দেখা হচ্ছে যে অক্ষয় তাঁর হাতে ধরা মাইক্রোফোন নিয়ে দর্শকদের দিকে মুখ করে বক্তব্য রাখছেন। পাশে দাঁড়িয়ে মাধবন । ‘খিলাড়ি’র কথায়, “দুঃখের বিষয়, আজও আমাদের সকলের মনে সেই রাগ আবার ফিরে এসেছে। আপনারা সবাই খুব ভাল করে জানেন আমি কী সম্পর্কে কথা বলছি। আজও আমরা ওই সন্ত্রাসীদের প্রতি বলতে চাই যে, যেটা আমি এই ছবিতে বলেছিলাম, কী বলুন তো?”
এসময় প্রেক্ষাগৃহের সমস্ত দর্শক একসঙ্গে চিৎকার করে ‘ফ’ অক্ষরের ওই ইংরিজি গালাগালটি বলে ওঠেন!
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পরপরই এক্স-এ (আগের নাম টুইটার) সন্ত্রাসী হামলার ঘটনায় তাঁর ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার খবর শুনে মর্মাহত। নির্দোষ মানুষকে এমনভাবে হত্যা করা নিঃসন্দেহে অমানবিক। তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”
কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৬জন নিরীহ পর্যটক নিহত হন এবং আরও ২০ জন গুরুতর আহত হন। হামলার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে, যখন সন্ত্রাসীরা বৈশরন উপত্যকায় পর্যটকদের ওপর গুলি চালায়।
এদিকে, 'কেশরী চ্যাপ্টার ২' ছবিটি ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। অক্ষয় কুমার এখানে চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি আইনজীবী সি শঙ্করণ নায়ার-এর ভূমিকায়, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে সেই গণহত্যার সত্য উদঘাটন করতে চেয়েছিলেন।
