সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না। পরস্পরের সঙ্গে তাঁদের রসায়ন এবং খুল্লম খুল্লা ব্যবহার দেখে যারপরনাই মজা পান অনুরাগী থেকে শুরু করে নেটপাড়ার বাসিন্দারা। প্রকাশ্যে অক্ষয়ের পিছনে লাগতেও ছাড়েন না টুইঙ্কল। অবশ্যই সেই মন্তব্যের পরতে পরতে মিশে থাকে রসবোধ।
সম্প্রতি, এক অনুষ্ঠানে এসে অক্ষয় জানালেন কেন তিনি তাঁর ছবির প্রিমিয়ারে স্ত্রীর সঙ্গে হাজির হন না। 'খিলাড়ি' জানান, টুইঙ্কল যেভাবে প্রকাশ্যে রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক-নানা বিষয়ে কোনও কিছুর তোয়াক্কা না করে নিজের মতামত জাহির করেন, অক্ষয়ের ক্ষেত্রেও তাঁর কথাবার্তা এতটুকুও বদলায় না। অভিনেতার কথায়, " টুইঙ্কলকে আমার ছবির প্রিমিয়ারে নিয়ে গেলে স্বভাবতই আমার পাশে ও বসবে। এরপরেই শুরু হবে খেল্। সিনেমা চলাকালীন সারাটা সময় আমার কাছে বলবে, এই দৃশ্যটা ফালতু, ওই দৃশ্যতে বেশি চড়া অভিনয়ে করেছ। অমুক ব্যাপারটা অত্যন্ত বাড়াবাড়ি , তমুক দৃশ্যটা এক্কেবারে ফালতু...মানে এটা চলতেই থাকে। বুঝতে পারছেন তো?"
এখানেই না থেমে টুইঙ্কলকে নিয়ে আরও একটি মজার কিসসা ভাগ করেন অক্ষয়। বলি-তারকা জানান, "একবার আমার একটি ছবি দেখাতে নিয়ে গিয়েছিলাম টুইঙ্কলকে। ওখানে সেই ছবির প্রযোজকও হাজির ছিলেন। ছবি শেষ হবার পর সেই প্রযোজক যখন টুইঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে তার কেমন লাগল সেই ছবি, জবাবে ও জানিয়েছিল 'পুরো ফালতু ছবি!'।"
হাসতে হাসতে অক্ষয় বলে ওঠেন, "এরপর আর কোনওদিনও সেই প্রযোজক তাঁর কোনও ছবিতে আমাকে নেননি!"
