আলোর উৎসবের দিন আচমকা বলিউডে নেমে এল তীব্র শোকের ছায়া। প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আসরানি। ৮৪ বছর বয়সে, দীর্ঘদিনের অসুস্থতার পর, গত সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। সোমবারেই আসরানির আপ্ত সহায়ক বাবু ভাই বলেছিলেন, “চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসরানিজিকে। তাঁর ফুসফুসে জল জমেছিল। টানা চার দিনের চিকিৎসার পর আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” সোমবার রাতেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজের শান্তিনগর শ্মশানে সেদিন সন্ধ্যাতেই সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন: প্রাণবন্তভাবে ভারতকে হাসাতে শিখিয়েছিলেন, আসরানি-কে ‘গুরু’ বলে মেনেছিলেন জনি লিভার থেকে জাভেদ জাফরি!

 

 

আসরানির মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন অক্ষয় কুমার। সোমবার, ৮৪ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন এই অভিনেতা। মাত্র এক সপ্তাহ আগেও অক্ষয় তাঁর সঙ্গে নিজের আসন্ন ছবি ‘হেওয়ান’-এর শুটিংয়ে কাজ করেছিলেন। তাই খবরটা যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

 

সোমবার গভীর রাতে এক্স-এ শোকবার্তায় অক্ষয় লিখলেন, “আসরানিজির চলে যাওয়ায় বাকরুদ্ধ হয়ে গেছি। মাত্র এক সপ্তাহ আগে ‘হেওয়ান’-এর সেটে ওঁর সঙ্গে কাজ করলাম। আন্তরিকভাবে বুকে জড়িয়ে ধরেছিলেন আমাকে।” এর পরেই আবেগঘন বার্তায় অক্ষয় আরও যোগ করেন, “তিনি ছিলেন একদম মিষ্টি একটা মানুষ…আর তাঁর কমিক টাইমিং ছিল কিংবদন্তিসম! 'হেরা ফেরি' থেকে 'ভাগম ভাগ', 'দে দনা দন', 'ওয়েলকাম', আর এখন 'ভূত বাংলা' ও 'হেওয়ান' - প্রতিটা ছবিতেই ওঁর থেকে অনেক কিছু শিখেছি। ওঁকে হারানো মানে আমাদের ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি। আসরানি স্যার, আপনি আমাদের অগণিত হাসির কারণ হয়ে থাকবেন চিরকাল। ওম শান্তি।”

 

?ref_src=twsrc%5Etfw">October 20, 2025

 

 

অক্ষয় এই শোকবার্তা জ্ঞাপনের সঙ্গে একটি ছবিও ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, আসরানি একটি স্কুটিতে বসে আছেন, পিছনে অক্ষয়। বোঝা যায়, সেটি তাঁদের ভূত বাংলা ছবির কোনও দৃশ্যের অংশ। উল্লেখ্য, দর্শক আসরানিকে এখনও আরও দু'টি ছবিতে দেখতে পাবেন। ‘ভূত বাংলা’ ও ‘হেওয়ান’, দুটোই পরিচালনা করেছেন প্রিয়দর্শন।

 

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। তাঁর অতুলনীয় কমিক টাইমিং আর অভিব্যক্তি তাঁকে করে তুলেছিল হিন্দি সিনেমার সেরা চরিত্রাভিনেতার মুখের একটিতে। ১৯৭৫ সালের কালজয়ী ছবি শোলে-তে তাঁর অভিনীত জেলারের চরিত্র আজও ভারতীয় পপ সংস্কৃতির অঙ্গ।  ভুলভুলাইয়া, ধামাল, বান্টি অর বাবলি ২, আর... রাজকুমার, অল দ্য বেস্ট, ওয়েলকাম -এর মতো বক্স অফিস সফল ছবিতেও অভিনয় করেছেন।

 

তিনি রেখে গেলেন স্ত্রী মঞ্জু আসরানি, এক বোন ও ভাইপোকে। কোনও সন্তান ছিল না তাঁদের।