সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার মানেই যেন চমক। আর এইবার তো একেবারে সিনেমার মতোই বাস্তবেও চমকে দিলেন তিনি! সদ্য মুক্তি পাওয়া 'হাউসফুল ৫' নিয়ে দর্শকের মতামত জানতেই অক্ষয় নিজেই গিয়েছিলেন মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে— তাও আবার মুখে ছবির ‘কিলার মাস্ক’ পরে, যাতে কেউ তাঁকে চিনতে না পারে!

 

ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে অক্ষয় লিখলেন, “হঠাৎ করেই ঠিক করলাম — মুখে হাউসফুল ফাইভের মাস্ক পরে বান্দ্রার প্রেক্ষাগৃহে দর্শকের মতামত জানব। তাই চলে গেলাম। শেষমেশ তো ধরা পড়েই যাচ্ছিলাম… তবে তার আগেই কেটে পড়েছি! তবে অভিজ্ঞতা কিন্তু এককথায় দারুণ মজাদার হল!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Akshay Kumar (@akshaykumar)