সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার মানেই যেন চমক। আর এইবার তো একেবারে সিনেমার মতোই বাস্তবেও চমকে দিলেন তিনি! সদ্য মুক্তি পাওয়া 'হাউসফুল ৫' নিয়ে দর্শকের মতামত জানতেই অক্ষয় নিজেই গিয়েছিলেন মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে— তাও আবার মুখে ছবির ‘কিলার মাস্ক’ পরে, যাতে কেউ তাঁকে চিনতে না পারে!
ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে অক্ষয় লিখলেন, “হঠাৎ করেই ঠিক করলাম — মুখে হাউসফুল ফাইভের মাস্ক পরে বান্দ্রার প্রেক্ষাগৃহে দর্শকের মতামত জানব। তাই চলে গেলাম। শেষমেশ তো ধরা পড়েই যাচ্ছিলাম… তবে তার আগেই কেটে পড়েছি! তবে অভিজ্ঞতা কিন্তু এককথায় দারুণ মজাদার হল!”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Akshay Kumar (@akshaykumar)
ভিডিওটিতে দেখা যায়, অক্ষয় জিন্স আর শার্ট পরে, মুখে ‘কিলার মাস্ক’ চাপিয়ে, আরও কয়েকজন মাস্ক পরা লোকের সঙ্গে দাঁড়িয়ে দর্শকদের প্রশ্ন করছেন — “কেমন লাগল হাউজফুল ৫?” এদিকে দর্শকেরা বুঝতেই পারছে না, যিনি প্রশ্ন করছেন সে অক্ষয় কুমার নিজেই! শেষে এক মহিলা, যিনি মনে হয় খিলাড়ি-কে চিনে ফেলেছিলেন, হাসিমুখে মোবাইল বার করে ভিডিও করতে শুরু করেন।
‘হাউজফুল’ সিরিজের পঞ্চম কিস্তি মুক্তির পর বক্স অফিসে জমজমাট ব্যবসা করছে। মাত্র দুই দিনেই ভারতে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে, আর গোটা বিশ্বে সংগ্রহ প্রায় ৮৭ কোটি! এই সিনেমায় আছে দারুণ একটা টুইস্ট— দু'টি আলাদা ক্লাইম্যাক্স, অর্থাৎ আলাদা আলাদা খুনি!