সংবাদসংস্থা মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে 'হাউজফুল ৫'-এর ট্রেলার। এক ঝাঁক তারকা নিয়ে খুব তাড়াতাড়ি দর্শক মহলে হাজির হচ্ছে এই ছবি। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে হঠাৎই মেজাজ হারালেন অক্ষয় কুমার। যদিও মজার ছলেই চাপা দিলেন নিজের 'জুবান'।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অক্ষয়কে মুম্বই সংবাদমাধ্যমের তরফে প্রশ্নে করা হয়, তিনি 'হাউজফুল ৫'-এর জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন? এর জবাবে খানিকটা মজার ছলেই অক্ষয় বলেন, "আমি কত টাকা নিয়েছি, সেটা তোমায় কেন বলব? তুমি আমার ভাগ্নে নাকি? আমি যথেষ্ট পারিশ্রমিক নিয়েছি। ছবিটিও ভাল বাজেটেই তৈরি হয়েছে। আজ খুব আনন্দের দিন, তুমি আমার বাড়িতে রেইড করতে চাও নাকি?"
অক্ষয়ের এই রসিকতার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রসঙ্গত, ‘হাউজফুল ৫’ এবং ‘হাউজফুল ৫এ’ নামে দুটি আলাদা ভার্সন জমা পড়েছে সেন্সর বোর্ডের কাছে। আর এখানেই টুইস্ট! সূত্র জানিয়েছে, হাউজফুল এর এই ছবির দু'টি ভার্সনে দেখা যাবে দু'জন আলাদা খুনি! অর্থাৎ, ছবির শেষ ২০ মিনিটে একেবারে আলাদা চমক, আলাদা খুনির পরিচয়, আর সেইসঙ্গে বদলে যাবে ছবিজুড়ে চলা গোটা কমেডির ঢেউ। এমন সিদ্ধান্তই নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
২০২৫ সালের ৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’, যেটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় অনসেম্বল কমেডি সিনেমা— যেখানে রয়েছে মোট ১৯ জন অভিনেতা! পুরো ছবি জুড়ে থাকবে রহস্য এবং বিস্তর গোলমাল কিন্তু শেষটা হবে দর্শকের ভাবনার সম্পূর্ণ বিপরীত, দাবি নির্মাতা ঘনিষ্ঠ এক সূত্রের।
