‘জলি’ আবার ফিরছে! ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর পর বড় পর্দায় আসছে  ফ্র্যাঞ্চাইজির সেই বহু প্রতীক্ষিত তৃতীয় অধ্যায় — ‘জলি এলএলবি ৩’। একদিকে আরশাদ ওয়ার্সি অন্যদিকে অক্ষয় কুমার, আর মাঝখানে এক জমজমাট কোর্টরুম যুদ্ধ। 

 

এই প্রথমবার দুই জলি মুখোমুখি! পরিচালনায় আগের দুই ছবির-ই কারিগর সুভাষ কাপুর। এতদিন শোনা যাচ্ছিল ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাবে এই ছবি। তারপর শোনা যায়, এই ছবি বক্স অফিস বাজিমাত করার লক্ষ্যে বড়পর্দায় হাজির হতে পারে গান্ধী জয়ন্তীতে! চূড়ান্ত মুক্তির তারিখ ঠিক করতে অক্ষয় কুমার, সুভাষ কাপুর ও ভায়াকম ১৮ প্রযোজনা সংস্থার মধ্যে তুমুল আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু সব জল্পনা উড়িয়ে এবার ফিরছে দ্বিগুণ হট্টগোল আর দ্বিগুণ হাসির ইঙ্গিত নিয়ে জানানো হল ছবির মুক্তির তারিখ। সদ্য ঘোষণা হয়েছে— আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে ছবির অফিসিয়াল টিজার, আর বড়পর্দায় হাজির হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ।


আরও পড়ুন: EXCLUSIVE: ‘ধূমকেতু’তে অভিনয় করেও কেন প্রচারে টানা অনুপস্থিত চিরঞ্জিৎ? প্রথমবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা!

টিজারের আগেই ভাইরাল হল কোর্টরুম কাণ্ড। খুলেই বলা যাক বিষয়টা।  ছবি ঘোষণার প্রোমো ভিডিওতেই বাজিমাত। দেখা গেল— চেনা চেহারা, চেনা গর্জন। বিচারপতি ত্রিপাঠি (সৌরভ শুক্লা) আবারও মেজাজে, কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙার জোগাড়! দুই জলি— অক্ষয় কুমার আর আরশাদ ওয়ার্সি — একসঙ্গে হাজির। আর শুরু হয়েছে বাগ্‌বিতণ্ডা, ঠাট্টা, খোঁচা, আইনি লড়াইয়ের ভেতরেও কৌতুকের বন্যা। “এতদিন এক জলিকে সামলানোই ছিল চ্যালেঞ্জ, এখন দুই জলি একসঙ্গে? আমি কি সার্কাস চালাচ্ছি?”— টিজারে বিচারপতির এই সংলাপেই বোঝা যায়, এ বার হাসির মাত্রা কোথায় পৌঁছতে চলেছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star studios (@starstudios)