‘জলি’ আবার ফিরছে! ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর পর বড় পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির সেই বহু প্রতীক্ষিত তৃতীয় অধ্যায় — ‘জলি এলএলবি ৩’। একদিকে আরশাদ ওয়ার্সি অন্যদিকে অক্ষয় কুমার, আর মাঝখানে এক জমজমাট কোর্টরুম যুদ্ধ।
এই প্রথমবার দুই জলি মুখোমুখি! পরিচালনায় আগের দুই ছবির-ই কারিগর সুভাষ কাপুর। এতদিন শোনা যাচ্ছিল ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাবে এই ছবি। তারপর শোনা যায়, এই ছবি বক্স অফিস বাজিমাত করার লক্ষ্যে বড়পর্দায় হাজির হতে পারে গান্ধী জয়ন্তীতে! চূড়ান্ত মুক্তির তারিখ ঠিক করতে অক্ষয় কুমার, সুভাষ কাপুর ও ভায়াকম ১৮ প্রযোজনা সংস্থার মধ্যে তুমুল আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু সব জল্পনা উড়িয়ে এবার ফিরছে দ্বিগুণ হট্টগোল আর দ্বিগুণ হাসির ইঙ্গিত নিয়ে জানানো হল ছবির মুক্তির তারিখ। সদ্য ঘোষণা হয়েছে— আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে ছবির অফিসিয়াল টিজার, আর বড়পর্দায় হাজির হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ।
টিজারের আগেই ভাইরাল হল কোর্টরুম কাণ্ড। খুলেই বলা যাক বিষয়টা। ছবি ঘোষণার প্রোমো ভিডিওতেই বাজিমাত। দেখা গেল— চেনা চেহারা, চেনা গর্জন। বিচারপতি ত্রিপাঠি (সৌরভ শুক্লা) আবারও মেজাজে, কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙার জোগাড়! দুই জলি— অক্ষয় কুমার আর আরশাদ ওয়ার্সি — একসঙ্গে হাজির। আর শুরু হয়েছে বাগ্বিতণ্ডা, ঠাট্টা, খোঁচা, আইনি লড়াইয়ের ভেতরেও কৌতুকের বন্যা। “এতদিন এক জলিকে সামলানোই ছিল চ্যালেঞ্জ, এখন দুই জলি একসঙ্গে? আমি কি সার্কাস চালাচ্ছি?”— টিজারে বিচারপতির এই সংলাপেই বোঝা যায়, এ বার হাসির মাত্রা কোথায় পৌঁছতে চলেছে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star studios (@starstudios)
‘জলি এলএলবি’ সিরিজ বরাবরই শুধু কমেডি নয়, সমাজব্যবস্থার ফাঁকফোকর, আইনের ফাঁদ, এবং সাধারণ মানুষের ন্যায়ের লড়াইয়ের গল্পও বলেছে। এবার সেই কোর্টরুমে ফিরছে পুরনো দুই ‘জলি’— অক্ষয় ও আর্শাদ। একদিকে স্ট্রিট-স্মার্ট, ফিল্মি ডায়ালগবাজি-প্রবণ জলি; অন্যদিকে সরল অথচ তীক্ষ্ণ বুদ্ধির জলি। দু’জনের মুখোমুখি সংঘর্ষই হয়ে উঠবে ছবির মূল টান।
ছবি পরিচালনা করছেন আগের দুই কিস্তির স্রষ্টা সুভাষ কপূর। প্রযোজক আলোক জৈন ও অজিত আন্দারে। বলিউডের অভিজ্ঞ মহল বলছে, দীর্ঘদিনের প্রস্তুতি, নিখুঁত স্ক্রিপ্ট আর দুই প্রধান অভিনেতার পুরনো রসায়ন— সব মিলিয়ে এই তৃতীয় কিস্তি হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রতীক্ষিত কামব্যাক সিরিজ।
এর আগে অবশ্য শোনা গিয়েছিল ‘জলি এলএলবি ৩ ’ মুক্তি পাবে গান্ধী জয়ন্তীতে। তবে সেক্ষত্রে সমস্যা ছিল একটাই — ওই একইদিনে মুক্তি পাওয়ার কথা ‘কান্তারা ২’-এর। ঋষভ শেট্টির এই মেগা বাজেট সিক্যুয়েল ‘কান্তারা ২’–এর মুক্তির তারিখও ২ অক্টোবর। তবে তখন এও শোনা গিয়েছিল যে, ‘কান্তারা ২’-র মুক্তি হয়তো পিছিয়েও যেতে পারে। আর তা যদি না-ও হয়, তাহলেও ‘জলি এলএলবি’ নাকি সামনাসামনি টক্করে নামতে প্রস্তুত। তবে শেষমেশ সেসব কিছুই হচ্ছে না। ‘কান্তারা ২’-এর সঙ্গে ঝুঁকি নিয়ে টক্করে যেতে নারাজ অক্ষয়-আরশাদের ছবি।
প্রযোজনা সংস্থা সম্পর্কিত এক সূত্র জানিয়েছে, ‘জলি’ সিরিজের একটা বিশাল দর্শকসংখ্যা রয়েছে। তাই হাই-হলিডে উইক না হলেও ‘জলি এলএলবি ৩’ মুক্তি পেলে ১৯ সেপ্টেম্বর থেকে দর্শক আসবে হুড়মুড়িয়ে। সেই সূত্র এও জানিয়েছে, ছবির ফাইনাল কাট দেখে প্রযোজকরা অভিভূত। তাঁদের বিশ্বাস, এ ধরনের কোর্টরুম কমেডি-ড্রামার ব্যাপ্তি এতটাই জন্য একটা জাতীয় ছুটি-রিলিজ এহেন ব্যাপ্তির ছবির জন্য যথাযথ।