সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ নিয়ে বিতর্ক গড়িয়েছিল বহুদূর। এই ছবির বক্স অফিসের ব্যর্থতাকে কেন্দ্র করেই কোপের মুখে পড়েছিল বলি-তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক নেওয়ার বিষয়টি। তর্ক উঠেছিল, শুটিংয়ের সেটে তারকা-তকমা অক্ষুণ্ণ রাখার জন্য অভিনেতাদের পিছনে যে মোটা টাকা খরচ করতে বাধ্য হন প্রযোজক, সেই বিষয়টি নিয়েও। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক সব দাবি করলেন অজয় দেবগণ এবং অক্ষয় কুমার, যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।
ওই অনুষ্ঠানে বলি-তারকাদের মোটা অঙ্কের টাকার পারিশ্রমিক নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন 'সিংহম' এবং 'সূর্যবংশী'। অজয় জানালেন, প্রজেক্ট মেপে, চিত্রনাট্য পড়ে, ছবির ব্যাপ্তি বুঝে একজন তারকা সেই ছবিতে তাঁর পারিশ্রমিক ঠিক করেন। শুধু তাই নয়, বক্স অফিস থেকে সেই ছবি প্রযোজকের ঘরে কত টাকা তুলতে পারবে, তারও একটি আনুমানিক হিসাবের অঙ্ক কষে তবেই নিজের পারিশ্রমিক ধার্য করেন বলি-তারকারা।
অজয়ের দাবি সমর্থন করে মুখ খোলেন 'সূর্যবংশী'ও। জানান, ছবির শুটিং চলাকালীন কিংবা তার আগে একটি টাকাও নিজের পারিশ্রমিক হিসাবে নেন না তাঁরা। বরং সে ছবি বক্স অফিসে যা আয় করে, সেই লভ্যাংশের থেকে একটি অংশ নেন তাঁদের মতো তারকারা। এমনও বহুবার হয়েছে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবি, সেক্ষেত্রে ওই ছবিতে কাজ করারিজন্য নিজেদের পারিশ্রমিক মকুব করে দিয়েছেন তাঁরা। অর্থাৎ একটি টাকাও তাঁদের পকেটে ঢোকেনা ওই প্রজেক্টে কাজ করার দরুণ। সদার্থকভাবেই অক্ষয়ের দাবি, অভিনয়কে ভালবাসার মূল্য এভাবেও কখনও কখনও দিয়ে থাকেন তাঁরা।
'খিলাড়ি'র কথা শোতে না হতেই ফের মুখ খোলেন 'সিংহম এগেইন'-এর নায়ক। খানিক আক্ষেপের স্বরেই জানান, দক্ষিণী তারকাদের মধ্যে যে একতা আছে তা বলিউডের নায়কদের মধ্যে তেমনভাবে নেই। দক্ষিণী নায়কেরা তাঁদের সহকর্মীদের ছবি ঘিরে যে সমর্থন ও উৎসাহ প্রকাশ করেন, তা উদাহরণ দেওয়ার মতো। বলিউডে সেসবের চল প্রায় নেই-ই। তবে হ্যাঁ, অক্ষয়, শাহরুখ, সলমন , আমির এবং তাঁর মতো বলিউডের প্রথম সারির তারকারা নিজেদের মধ্যে বন্ধুত্ব অটুট রেখেছেন দীর্ঘ বছর ধরে।
