সংবাদসংস্থা মুম্বই: 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের ঘনিষ্ট দৃশ্যে অভিনয় দেখে অনেকেই তাঁদের দু'জনের কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ওই দৃশ্যে অভিনয়ের সময় ঐশ্বর্য পর্দায় সাবলীল থাকলেও রণবীরকে দিয়েছিলেন কিছু গোপন শর্ত। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।  

ঐশ্বর্যর কথায়, "আমি যথেষ্ট বুদ্ধিমতী, আমি প্রথম থেকেই বেশ কিছু নিয়ম মেনে কাজ করে থাকি। যার মধ্যে অন্যতম হল নিজের মতামত রাখার অধিকার। শুটিং সেটে গিয়ে আমি যদি কিছু বলি, সবাই সেটাকে গুরুত্ব দেয়।" 

তিনি আরও বলেন, "এই ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল। আমি পরিচালক এবং রণবীরকে জানিয়েছিলাম এই দৃশ্য এতটা গুরুত্বপূর্ণ নয়। এটা পর্দায় না রাখলেও চলবে। আমার কথা শুনেছিলেন পরিচালক। আমি প্রথমেই ছবিতে সম্মতি জানাইনি। বারবার ছবি নিয়ে বসা হয়েছিল, জেনেছিলাম ঠিক কেমন ঘনিষ্ট দৃশ্য রয়েছে ছবিতে। তারপর আমার মতামত জানিয়েছিলাম। সেই অনুযায়ী স্ক্রিপ্ট পাল্টানো হয়েছিল।"

বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় মেনে নিতে পারেননি পরিবারের কেউই। বলিউডের অন্দরে খবর, এই নিয়ে নাকি মনোমালিন্যের সূত্রপাতও হয় ঐশ্বর্যের সঙ্গে বচ্চন পরিবারের। এক সময় স্বামী অভিষেক বচ্চন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঐশ্বর্যকে তাঁদের পরিবার কোনওদিন অভিনয় প্রসঙ্গে মতামত চাপিয়ে দেননি। কিন্তু অভিনয় করতে গেলে কি ঘনিষ্ট দৃশ্য করতেই হবে? প্রশ্ন তুলেছিলেন অভিষেক। 

প্রসঙ্গত, এই মুহূর্তে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য। অভিষেকের সঙ্গে যোগাযোগও নাকি ছিন্ন হয়েছে। বলি পাড়ার গুঞ্জন বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিষেক-ঐশ্বর্য। যদিও বিচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত এই জল্পনায় সিলমোহর দেননি দু'জনের কেউই।