‘ব্রহ্মাস্ত্র’-এর মারকাটারি বক্স অফিস সাফল্যের পর যশরাজ ফিল্মসের ওয়ার ইউনিভার্স–এ হাত দিয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জি। কথা ছিল, 'ওয়ার ২'-এর পর 'ধুম ৪'-এরও পরিচালনার দায়িত্ব সামলাবেন অয়ন।কিন্তু ‘ওয়ার ২’-এর ভরাডুবির পর চিত্রনাট্যের বাইরে নিজের সৃজনশীল নিয়ন্ত্রণ হারানোর হতাশা থেকেই এবার পিছিয়ে এলেন তিনি। খবর, ‘ধুম ৪’-এর পরিচালক পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন অয়ন মুখার্জি।
যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে একান্ত বৈঠকে তিনি নাকি নিজের আপত্তির কথা স্পষ্ট জানিয়ে দেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, “অয়ন বিশ্বাস করেন, ‘ওয়ার ২’ বা ‘ধুম ৪’-এর মতো ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো তাঁর ভাবনার সঙ্গে মানানসই নয়। তিনি এমন কিছু করতে চান যেখানে থাকবে আবেগ, নাটক, ভালবাসা আর গল্প বলার স্বাধীনতা।”
আরও পড়ুন: EXCLUSIVE: বড়পর্দায় ‘পাখিওয়ালা’ হয়ে ফিরছেন ঈশান মজুমদার, জীবনের খাঁচা ভাঙার গল্প বলবে ‘পিঞ্জর’
সেই সূত্র আরও জানায়, ‘ওয়ার ২’ ছবি তৈরির ক্ষেত্রে অয়ন ছিলেন মূলত একজন এক্সিকিউটর—্ অর্থাৎ তিনি শুধু শ্রীধর রাঘবনের লেখা চিত্রনাট্যঅনুযায়ী কাজ করছিলেন, ছবিতে নিজস্ব ইনপুট দেওয়ার সুযোগ তেমন পাননি। অয়ন সেই ধরনের পরিচালক নন, যিনি কেবল অন্যের লেখা বাস্তবায়ন করবেন। তিনি গল্পটাকে নিজের মতো করে গড়ে তুলতে ভালবাসেন। ‘ওয়ার ২’-এর অভিজ্ঞতা তাঁর কাছে ছিল একটা সীমাবদ্ধতা।
এই কারণেই নাকি দীর্ঘ আলোচনার পর আদিত্য চোপড়া ও রণবীর কাপুরের সঙ্গে পারস্পরিক সম্মতিতেই তিনি ‘ধুম ৪’ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে তাঁদের সম্পর্কের মধ্যে বিন্দুমাত্র কোনও তিক্ততা নেই। বরং তিনজনেই পরিস্থিতি বুঝে বিচ্ছেদ ঘটিয়েছেন খুবই বন্ধুত্বপূর্ণ ভাবে।
এখন অয়ন মন দিয়েছেন তাঁর স্বপ্নের প্রকল্পে-‘ব্রহ্মাস্ত্র ২’-এ। লেখার কাজ প্রায় শেষ। বর্তমানে পাহাড়ের নির্জনতায় চূড়ান্ত ঘষামাজা চলছে সেই চিত্রনাট্যের। ছবিটি ২০২৬ সালে শুটিং ফ্লোরে যাওয়ার কথা।
অন্যদিকে, যশরাজ ফিল্মসে এখন চলছে ‘ধুম ৪’-এর নতুন পরিচালক নির্বাচনের দৌড়। প্রযোজনা সংস্থার অন্দরের খবর, অনেকেই চাইছেন আদিত্য চোপড়াই নিজে এবার ক্যামেরার পিছনে দাঁড়ান। কারণ রণবীর কাপুর ইতিমধ্যেই এই ছবির জন্য নিজের শুটিং ডেট লক করে ফেলেছেন।
এইমুহূর্তে বলিউডের অন্দরমহলে আরও গুঞ্জন, ‘ধুম ৪’ নিয়ে আরও একাধিক নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। তাহলে কে নেবেন এ ছবির পরিচালনার দায়িত্ব? অয়নের বদলে কে বসবেন সেই আসনে?উত্তর মিলবে খুব শিগগিরই। তবে এতটুকু নিশ্চিত, যশ রাজ ফিল্মসে এইমুহুর্তে নীরবতা থাকলেও তা তুমুল ঝড় ওঠার আগের সেই পূর্বাভাস মাত্র।
