সংবাদ সংস্থা মুম্বই: শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। আর এই কঠিন সময়ে প্রয়াত অভিনেত্রীর  স্বামী পরাগ ত্যাগীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে এক দল ঘৃণ্য ট্রোলের ঢেউ। কারণ? স্ত্রীর মৃত্যুর ঠিক একদিন পর নিজেদের পোষ্য কুকুর ‘সিম্বা’কে নিয়ে হাঁটাতে দেখা গিয়েছে পরাগকে—আর তাতেই শুরু ট্রোলিং।এই অমানবিক ট্রোলিংয়ের প্রতিবাদে মুখ খুললেন অভিনেত্রী রেশমি দেশাই, যিনি ছিলেন শেফালির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে রেশমি লেখেন, “আরে ভাই, দয়া আর মানবিকতা ছড়ান, বিচার নয়! সিম্বা শুধু শেফালির পোষ্য ছিল না, ওর সন্তানের মতো ছিল। ওর এই হঠাৎ চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভাষায় বোঝানো যায় না। সংবাদমাধ্যমে  অনুরোধ করব পরিবারকে এই সময়ে কিছুটা জায়গা দিন। সহানুভূতি দেখান, উত্তেজনা নয়।”

 


শেফালির মৃত্যুতে রেশমি লিখেছিলেন, “আমি এখনও এই খবরটা মেনে নিতে পারছি না। তুমি একজন অসাধারণ মানুষ ছিলে। কীভাবে বলব, বুঝতে পারছি না… খুব মিস করব তোমায়। খুব তাড়াতাড়ি চলে গেলে।”

 

শনিবার সন্ধ্যায় ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। পরাগ ত্যাগী স্ত্রীকে আগুনে সঁপে দিয়ে ভেঙে পড়েন কান্নায়। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুরা। এর আগে, শেফালির বাসভবনে পৌঁছান আরতি সিং, মাহিরা শর্মা ও রেশমি দেশাই।

 

হাজির হয়েছিলেন সুনিধি চৌহানও। পারস ছাবড়া, হিন্দুস্তানি ভাই, শেহনাজ গিল ও বিকাশ গুপ্ত-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন শেফালির শেষযাত্রায়।