সংবাদ সংস্থা মুম্বই: ‘ওহ মাই গড ২’-এর সাফল্যের পর ফের একবার সমাজকে নাড়িয়ে দিতে আসছেন পরিচালক অমিত রাই। অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠিকে নিয়ে তৈরি সেই ছবিটি যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনি সমাজের চোখও খুলে দিয়েছিল একাধিক বিষয়ে। এবার সেই পরিচালকই নিয়ে আসছেন একেবারে অন্য স্বাদের ছবি—‘ওহ মাই ডগ’!
সূত্রের খবর, ইতিমধ্যেই ৯০ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির। আর এর গল্প? সূত্রের দাবি, একদম মন ভাল করে দেওয়ার মতো। ছবিটি ঘিরে থাকবে বাচ্চাদের আর কুকুরদের নিয়ে এক মিষ্টি, আবেগঘন গল্প। সম্পূর্ণ নতুন মুখদের নিয়ে তৈরি হতে চলেছে এই ‘স্লাইস অফ লাইফ’ ঘরানার সিনেমা। সমাজবোধ আর অনুভূতির মিশেল এই ছবির মাধ্যমে ফের দর্শকদের চমকে দিতে প্রস্তুত অমিত রাই।
এতদিনে ‘চিল্লার পার্টি’র মতো ছবিতে আমরা এই ধরনের বিষয় দেখেছি যেখানে বাচ্চাদের নির্ভেজাল অনুভব আর প্রাণীর সঙ্গে বন্ধুত্ব দর্শকদের মন ছুঁয়েছিল। সেই ছবিতে যেমন ছিল সলমন খানের প্রযোজনা আর রণবীর কাপুরের চমকপ্রদ ক্যামিও, তেমনই ‘ওহ মাই ডগ’-এও থাকছে চমক—পঙ্কজ ত্রিপাঠিকে নাকি দেখা যেতে পারে একটি বিশেষ চরিত্রে!
অন্যদিকে, পরিচালক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ‘ওহ মাই গড ৩’-এর চিত্রনাট্য নিয়ে। এক সূত্র জানিয়েছে, “অমিত রাই অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করছেন অক্ষয়ের সঙ্গে। দু’জনেই একসঙ্গে বসে আইডিয়া শেয়ার করেছেন এবং চাইছেন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিকে একদম নতুন মোড়ে নিয়ে যেতে। আশা করা যাচ্ছে, ২০২৬ সালে ফ্লোরে যেতে পারে ‘ওহ মাই গড ৩’।”
এদিকে পঙ্কজ ত্রিপাঠি এখন ব্যস্ত তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস ৪’ নিয়ে, যা চলছে জিও হটস্টারে। প্রশংসা কুড়িয়েছেন আবারও তাঁর সাবলীল অভিনয়ে। সামনে রয়েছে আরও বড় বড় প্রজেক্ট—‘মেট্রো…ইন দিনো’, ‘মির্জাপুর: দ্য ফিল্ম’, আর ‘স্ত্রী ৩’।
আর ‘ওহ মাই ডগ’? এখন শুধু অপেক্ষা—কবে আসবে আনুষ্ঠানিক ঘোষণা আর তারকা তালিকা। কারণ পরিচালক অমিত রাই যে এবারও ভরপুর চমক নিয়ে ফিরছেন, তা তো স্পষ্ট!
