শুক্রবার মুম্বইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। হাসপাতাল থেকে সদ্য ছুটি পেলেন তিনি। সদ্যোজাত কন্যাকে নিয়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে হাসপাতাল ছাড়েন কিয়ারা। তবে ছবিশিকারিদের চোখ এড়িয়ে যান অভিনেত্রী। কিয়ারার গাড়িটি অবশ্য হাসপাতাল চত্বর ছাড়তে দেখে ফেলেন সংবাদমাধ্যমের ক্যামেরা। গাড়ির জানালা ছিল কালো টিন্টেড, ফলে ভেতরে থাকা কাউকেই দেখা যায়নি।

 

এরপর ওই গাড়িটিকেই ঢুকতে দেখা যায় কিয়ারার মা জেনিভিভ আদবানির বাড়িতে। প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। এর আগে কিয়ারা ও সিদ্ধার্থ পাপারাজ্জিদের উদ্দেশে অনুরোধ জানিয়েছিলেন যেন তাঁদের সন্তানের ছবি তোলা থেকে বিরত থাকেন।

 

বৃহস্পতিবার এক অনলাইন বিবৃতিতে তাঁরা বলেন, “আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমরা কৃতজ্ঞ। নতুন বাবা-মা হিসেবে আমাদের এই সফর ব্যক্তিগতভাবে উপভোগ করতে চাই। এই বিশেষ সময়টা যেন শুধু আমাদের হয়ে থাকে — ছবি নয়, আশীর্বাদই চাই। আপনাদের আন্তরিক  ভালবাসার জন্য ধন্যবাদ। – কিয়ারা ও সিদ্ধার্থ।”

 

এর আগে বুধবার ইনস্টাগ্রামে একটি গোলাপি-থিমে সাজানো পোস্টে নিজেদের কন্যাসন্তান আগমনের খবর জানান এই ‘শেরশাহ’ জুটি। পোস্টে লেখা ছিল,“আমাদের হৃদয় ভরে গেছে, আর আমাদের জগৎ বদলে গেল চিরদিনের জন্য। আমরা কন্যাসন্তানে আশীর্বাদধন্য। – কিয়ারা ও সিদ্ধার্থ।” পোস্টের সঙ্গে ভাঁজ করা হাত, লাল হৃদয় ও নজর এড়ানো তাবিজের ইমোজি দেওয়া ছিল।

 

এই জুটি ২০২৩ সালে রাজস্থানের জয়সলমেরে বিয়ে করেন। ২০২১ সালে তাঁরা একসঙ্গে ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করেছিলেন।

 

প্রসঙ্গত, ছবিতে সিদ্ধার্থকে একজন দিল্লির ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, জাহ্নবীর চরিত্রটি এক দক্ষিণী ভারতীয়র যে পেশায় শিল্পী। দু’টি মানুষ পরস্পরের থেকে সম্পূর্ণ ভিন্ন। রুচিবোধ থেকে মানসিকতায়। সেই দু’জন মানুষ কীভাবে পরস্পরের প্রেমে পড়ল এবং তাদের মানসিকতার সমস্ত বেড়া দু’জন দু'জনের হাত শক্ত করে আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট পায়ে টপকে একে অপরের হৃদয়ে বাসা বাঁধল, তা নিয়েই এই ছবি।অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রথমবার পর্দায় জুটি বেঁধে হাজির হবেন সিদ্ধার্থ মালহোত্রা। থ্রিলার কিংবা অ্যাকশন নয়, নিটোল প্রেমের গল্পেই ধরা দেবেন তাঁরা। রোম্যান্টিক কমেডি ঘরানার সেই ছবির নাম ‘পরম সুন্দরী’। ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন তুষার জলোটা।'পরম সুন্দরী'র প্রথম দফার আউটডোর শুটিং হয়েছে দিল্লিতে এবং দ্বিতীয় দফা হয়েছে কেরলে। সিদ্ধার্থকে শেষবার দেখা গিয়েছিল ‘যোদ্ধা’ ছবিতে। এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবারা প্রথম পর্ব’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে শ্রীদেবী-কন্যাকে।

 


আরও পড়ুন: 'অ্যাকশন হিরো' এবার বাস্তবের মাটিতেও 'হিরো'! সারা দেশের স্টান্টম্যানদের জন্য এবার নজিরবিহীন পদক্ষেপ অক্ষয়ের

 


অন্যদিকে, দক্ষিণের তারকা এখন বলিউডেও বাজিমাৎ করতে চলেছেন! ‘পুষ্পা ২’-এর ‘কিসসিকি’ গানে নজর কেড়েছেন শ্রীলীলা—আর এবার তাঁকে নাকি দেখা যেতে পারে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে! সূত্রের খবর, সিদ্ধার্থের আগামী ছবিতে মুখ্য ভূমিকায় থাকতে পারেন শ্রীলীলা। এই ছবির পরিচালনায় রয়েছেন ‘ড্রিম গার্ল’ খ্যাত পরিচালক রাজ শান্ডিল্য। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে সম্প্রতি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে শ্রীলীলাকে একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। চমক এখানেই শেষ নয়! মহাবীর জৈন ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন — “আনন্দ এল রাই স্যারের জাদু যদি মেলে সুন্দরী ও প্রতিভাবান শ্রীলীলার সঙ্গে...তা দেখার অপেক্ষায় রইলাম।”
স্বভাবতই এই পোস্টেই হইচই পড়ে গেছে ভক্তমহলে।