সংবাদসংস্থা মুম্বই: চার বছর আগে প্রযোজক করণ জোহার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজার মুক্তির পর থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদ বেড়েছে।
কয়েকদিন আগে প্রকাশ্যে এল ছবির সমস্ত মুখ্য চরিত্রের পোস্টার। আর সেখানেই বাজিমাৎ করলেন অনন্যা পাণ্ডে! সাহসী, দৃঢ়, এবং প্রবল ব্যক্তিত্বময়ী উকিলের ভূমিকায় হাজির হলেন তিনি। তাঁর অভিনীত চরিত্রের নাম 'দিলরীত গিল'। অনন্যার চাহনিতেই যেন ঝরে পড়ছে আগুন!
পোস্টারে দেখা গেল সাদা শাড়িতে অনন্যার হাতে ধরা গুরুত্বপূর্ণ নথিপত্রের ফাইল। চোখেমুখে জেদ, ঠোঁটের কোণে দৃঢ়তা। অনন্যার এই রূপ দেখে চোখ ফেরাতে পারেননি প্রাক্তন প্রেমিক আদিত্য রায় কাপুর। অনন্যার ভাগ করে নেওয়া পোস্টে 'লাইক' করেছেন তিনিও।
আদিত্যকে সচরাচর প্রাক্তন প্রেমিকার বিষয়ে মন্তব্য করতে দেখা যায় না। তবে অনন্যার পোস্ট যে তাঁর চোখ এড়ায়নি এটা বুঝিয়ে দিয়েছেন নিজের কার্যকলাপে। এখান থেকেই নেটিজেনদের চর্চা তুঙ্গে উঠেছে। অনন্যার প্রতি আবারও আকৃষ্ট হয়ে পড়েছেন আদিত্য! এমনটাই দাবি নেটপাড়ার। যদিও বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে অনন্যা পাণ্ডের নতুন প্রেমের গুঞ্জন। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা।
