সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


আদিত্যর নতুন প্রেম

অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়লেন আদিত্য রায় কাপুর? সম্প্রতি অভিনেতার সমাজমাধ্যমের পোস্ট এমনটাই ইঙ্গিত দিচ্ছে। ছুটি কাটাতে গিয়েছেন আদিত্য। ফুরফুরে মেজাজে বেশ কয়েকটি ছবি ভাগ করেন তিনি। সেখানেই সাদা নেলপলিশ পরে এক অচেনা নারীর হাত দেখা যায়। ব্যাস! এখান থেকেই জল্পনার শুরু। অনেকেই এই রহস্যময়ীকে মডেল জর্জিয়া ডিসিলভা বলেও মনে করছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আদিত্য। 


রুহানের 'পাবলিসিটি'


ঈদের পরেই যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। গত মাসেই টানা ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সুস্থতার পথে অভিনেত্রী। তবে মানতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধও। দু'বছরের ছেলে রুহানকেও এখন কাছে পাচ্ছেন না অভিনেত্রী। এ কথা ভ্লগে জানিয়েছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। এদিকে, এইটুকু বয়সেই ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুলল ছোট্ট রুহান। ছেলেকে এই বয়সেই সমাজমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা নিজেরাই জানিয়েছেন দীপিকা-শোয়েব।


বিপাকে নয়নতারা 


দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ফের বিপাকে পড়লেন। তাঁর ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে 'চন্দ্রমুখী'র বেশকিছু দৃশ্য অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে পাঁচ কোটি টাকার আইনি নোটিশ পেয়েছেন। এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তির পর থেকেই বিতর্কে রয়েছেন নয়নতারা। এবার সরাসরি টাকার অঙ্কে গিয়ে ঠেকল অশান্তি।