বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। পর্দায় বা গানে বাবা-ছেলের বন্ধুত্ব দেখার মতো। কিন্তু বাস্তবে? সম্প্রতি বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন আদিত্য। জানান, তাঁর ছোটবেলায় উদিত বেশ ‘কঠোর’ ছিলেন অভিভাবক হিসাবে। এমনকি তিনি মারও খেয়েছেন বাবার হাতে।

ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্য জানান, তাঁর বাবা তাঁকে ১৮ বছর বয়স পর্যন্ত ভালই শাসন করেছিলেন। আদিত্য বলেন, “তিনি আমাকে মারতেন। আমি অনেক মার খেয়েছি। তবে তখন সেটা এক প্রকার স্বাভাবিক ছিল।” উদিত-পুত্র জানান, তাঁর বন্ধুদের মধ্যেও এমন আলোচনা হত যে, কে বাড়িতে কতবার মার খেয়েছে। তবে শাসন এবং ভালবাসায় ভারসাম্যা বজায় রেখেছিলেন উদিত। ছেলেকে শাসন যেমন করতেন, তেমনই তাঁকে খুব ভালবাসতেন। জুনিয়র নারায়ণের কথায়, “বাবা আমাকে ভালবাসতেন, তবে শাসনও করতেন। তিনি খুব কড়া ছিলেন।” বর্তমান সময়ের প্রসঙ্গে আদিত্য বলেন, এখন সময় বদলেছে, বাবা-মা আর বাচ্চাদের উপর হাত তুলতে পারেন না।

উদিতের কঠোর শৃঙ্খলা এবং ভালবাসা একসঙ্গে অদিত্যকে জীবনের প্রাথমিক শিক্ষা দিয়েছে। শৈশবেই তিনি শিখেছেন কীভাবে পরিশ্রম, ধৈর্য এবং নিয়মিত অনুশীলন একজন মানুষের চরিত্র গড়ে তোলে। আদিত্য জানান, পড়াশোনার জন্য যখন তিনি লন্ডনে যান, তখন আর্থিকভাবে বাবার সাহায্যের প্রয়োজন হয়েছিল। সেই প্রথম তিনি বাবার কাছে আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেছিলেন। উদিতও প্রথমবার তাঁর পড়াশোনার খরচভার বহন করেছিলেন। তিনি বলেন, “এর আগে স্কুল ও কলেজের খরচ যথেষ্ট কম ছিল, আর আমি নিজেই উপার্জন করতাম, তাই সব সামলাতাম। মনে আছে, পুরো বছরের স্কুলের জন্য আমি মাত্র ১,৮০০ টাকা দিয়েছিলাম।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aditya Narayan Jha (@adityanarayanofficial)