সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের স্পাই ইউনিভার্সে এবার দক্ষিণের সুপারস্টার! ‘আরআরআর’-এর পর এবার হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন জুনিয়র এনটিআর। খবর, স্রেফ 'ওয়ার ২'তেই আটকে থাকবে না জুনিয়র এনটিআর-এর চরিত্রটি। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে তাঁকে ঘিরেই নাকি তৈরি হচ্ছে সম্পূর্ণ একটি নতুন ফ্র্যাঞ্চাইজি।

 

হৃতিক রোশন ও কিয়ারা আদবানির সঙ্গে ‘ওয়ার ২’-এ  এই দক্ষিণী তারকাকে প্রথমবার দেখা যাবে বলিউডে। তবে এখানেই গল্প শেষ নয়। সূত্র বলছে, এনটিআরের চরিত্রটিকে ঘিরে স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, স্পিন-অফ, ও বিশেষ উপস্থিতি মিলিয়ে একাধিক ছবি তৈরি করবেন আদিত্য।সহজ কথায়, পাঠান, টাইগার, কবীর, জোয়া, রুবাইয়ের পাশে এবার স্পাই ইউনিভার্স পেতে চলেছে আরও এক ‘ফুল পাওয়ার’ হিরো।

 

আরও খবর, আদিত্য চোপড়া চাইছেন এনটিআরের চরিত্রটি এমনভাবে গড়ে তুলতে যাতে সেটি দীর্ঘমেয়াদে স্পাই ইউনিভার্সে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমন ‘টাইগার ৩’ আর ‘পাঠান ২’ তৈরি হয়েছে সলমন আর শাহরুখের চরিত্রকে ঘিরে।

 

এই আবহেই আসছে ‘ওয়ার ২’-এর অফিসিয়াল টিজার—২০ মে, এনটিআরের জন্মদিনে। স্বভাবতই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে হৃতিক রোশন নিজেই লিখেছেন এক ইঙ্গিতপূর্ণ বার্তা—“এই যে জুনিয়র এনটিআর, ভাবছ ২০ মে-তে কী পাবে? বিশ্বাস করো, যা পাবে তা সুদূর কল্পনাতেও নেই তোমার! কি প্রস্তুত তো তুমি?” জবাবে জুনিয়র এনটিআরও ছুঁড়ে দেন বলিউডি চ্যালেঞ্জ— “ আগাম ধন্যবাদ, হৃতিক স্যার! এবার আপনাকেও খুঁজেপেতে একটা বিশেষ রিটার্ন গিফ্ট দেব, কবীর!”

 

'ওয়ার ২' পরিচালনা করছেন 'ব্রহ্মাস্ত্র' খ্যাত অয়ন মুখোপাধ্যায়। এটি ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল এবং যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের ছয় নম্বর ছবি। বড়পর্দায় ওয়ার ২ মুক্তি পাবে ১৪ আগস্ট, ২০২৫।

 

অন্যদিকে, যশ রাজ ফিল্মস-এ মহিলা এজেন্টদের নিয়ে তৈরি হচ্ছে আরও একটি ছবি ‘আলফা’—যার মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট ও শারভারী। এটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর, ২০২৫।