তিন দশকেরও বেশি সময় ধরে প্রায় একা হাতে বলিউডে সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছেন যিনি, সেই আদিত্য চোপড়া আবার ফিরলেন তাঁর পুরনো, অথচ তুফান তোলা প্রচারের ফর্মুলা নিয়ে। ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন স্পাই থ্রিলার ‘ওয়ার ২’-তে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের যুগল নাচের গানে ঝড় তুলতে চলেছে যশ রাজ ফিল্মস। তবে একটাই শর্ত—এই গান দেখা যাবে শুধুই সিনেমা হলে। ইউটিউবে না, ওটিটিতেও না!

এক সূত্র জানিয়েছে, এই গানটা স্রেফ আর পাঁচটা গানের মত  নয়—এটা ওয়ার ২-এর হাইপ, তার হৃদয়। সবাই এই গানটার জন্য পাগল হয়ে আছে। কিন্তু আদিত্য চোপড়া জানেন, গান আগেই দিলে তার গ্ল্যামার মাটি হয়ে যাবে। তাই তিনি এটাকে সংরক্ষিত রেখেছেন শুধুই বড় পর্দার জন্য, যেন দর্শক সিনেমা হলে গিয়ে তার ম্যাজিক অনুভব করে।”

এটাই নাকি ‘ক্লাসিক আদিত্য চোপড়া স্ট্র্যাটেজি’। বান্টি ঔর বাবলি মুক্তির আগে ‘কজরা রে’ গানটি ফাঁস না করে দর্শকদের একেবারে প্রেক্ষাগৃহে চমকে দিয়েছিলেন তিনি। আবার ধুম ৩-এর সময় ‘কমলি’ ও অন্যান্য গান গোপন রেখে, থিয়েটারে এক্সক্লুসিভ অভিজ্ঞতার উপর বাজি রেখেছিলেন। আর সেখানেই বাজিমাত। সিনেমা হলে চিয়ার, সিটি আর বারবার দেখা—সবটাই এসেছিল গানের সেই ‘আনরিলিজড চার্ম’ থেকে।

এবার ঠিক তেমনই হচ্ছে ‘ওয়ার ২’-তে। গানের একটি ঝলক হয়তো এই সপ্তাহে মুক্তি পাবে, কিন্তু পুরো গান? একমাত্র যারা হলে গিয়ে ছবিটা দেখবে, তারাই দেখতে পাবে হৃতিক ও এনটিআরের এই পাওয়ার-প্যাকড ডান্স ডুয়েট।

‘ওয়ার ২’-তে কী থাকছে?

হৃতিক রোশন ফিরছেন ‘ওয়ার’ সিরিজের জনপ্রিয় কবীর চরিত্রে।

জুনিয়র এনটিআর, দক্ষিণী সুপারস্টার, থাকছেন এক রহস্যময় কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায়। ছবির পরিচালক আয়ান মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ব্লকবাস্টার বানিয়েছেন।

‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট ২০২৫, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, যাতে উইকএন্ডে বক্স অফিসে বাম্পার হিট নিশ্চিত হয়। সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।

‘ওয়ার ২’ শুধুমাত্র একটি ছবি নয়, এটি স্পাই ইউনিভার্সের-এর ষষ্ঠ অধ্যায়। এই ইউনিভার্সে এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’—প্রতিটিই বক্স অফিসে তুফান তুলেছে। এবার এই সিরিজে নতুন সংযোজন হিসেবে দক্ষিণী সুপারস্টার এনটিআরকে নিয়ে এসে ব্যাপক কৌতূহল তৈরি করেছে যশরাজ ফিল্মস।

এক বাণিজ্য বিশ্লেষকের কথায়, “আদিত্য চোপড়া এবার বক্স অফিসের ফর্মুলা নতুন করে লিখছেন। গান ইউটিউবে দিয়ে ভিউজ গোনা নয়, বরং বড় পর্দায় এক্সক্লুসিভ অভিজ্ঞতা—সেই পুরনো ফর্মুলাকেই আবার ফিরিয়ে আনছেন তিনি। হৃতিক আর এনটিআরের জুটির নাচ মানুষের মনে এমন ইনপ্যাক্ট ফেলবে, যাতে তারা একবার নয়, একাধিকবার প্রেক্ষাগৃহে ফিরে আসে!”

আজকের দিনে যেখানে প্রতিটি গান ইউটিউবে রিলিজ করে কয়েক কোটি ভিউ পায়, সেখানে আদিত্য চোপড়া সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। তাঁর লক্ষ্য একটাই—ফুটফল বাড়ানো। ইন্টারনেট না, বরং প্রেক্ষাগৃহকে বানানো হোক ‘ডেস্টিনেশন’। এমনকী, ছবির গানও নাকি ছবির মুক্তির পরেও বেশ কিছুদিন পর্যন্ত ডিজিট্যাল মাধ্যমে আসবে না! অর্থাৎ যদি গানটা দেখতে চান, প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেই হবে।

এই গোপনীয়তা কীসের ইঙ্গিত? আসলে ‘ওয়ার ২’-তে হৃতিক-এনটিআরের যে গান রয়েছে, তা শুধু একটা সাধারণ গান নয়, বরং তা হতে চলেছে হিন্দি সিনেমার অন্যতম ‘মোস্ট আইকনিক ডান্স ফেসঅফ’। একদিকে গ্রেস ও গ্ল্যামারের পোস্টারবয় হৃতিক।  অন্যদিকে জোর, জাঁকজমক আর স্টাইলের দক্ষিণী বিস্ফোরণ এনটিআর— তাই এই যুগলবন্দির নাচ না দেখলে চলেই না।

 আদিত্য চোপড়া জানেন, ভিউজ নয়, থিয়েটার টিকিটই শেষ কথা। আর ‘ওয়ার ২’ হল সেই অ্যাকশন ছবি, যা শুধু দেখা নয়, অনুভব করার জন্যই তৈরি। আর সেই অভিজ্ঞতার মুকুটে হিরের মত বসতে চলেছে এই গোপন রাখা গানটা।

নির্মাতাদের লক্ষ্য একটাই - প্রেক্ষাগৃহে না গিয়ে যেন আর থাকতে না পারেন দর্শক!