সংবাদসংস্থা মুম্বই: চলতি বছরের মার্চ মাসেই ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটিবদল করেছিলেন 'বিব্বজান' অদিতি রাও হায়দরি। আজ ১৬ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়লেন এই তারকাজুটি। একেবারে সাদামাটাভাবেই দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ।


সোমবার সকালে বিয়ের ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে তারকাদম্পতি লিখেছেন, "তুমি আমার চাঁদ, সূর্য এবং তারা। আজ থেকে একসঙ্গে পথ চলা শুরু হল।" বিয়ের এক গুচ্ছ ছবি ভাগ করে অনুরাগীদের একেবারে চমকে দিয়েছেন তাঁরা। অদিতির বিয়ের সাজ ছিল একেবারে ছিমছাম ৷ ঘিয়ে রঙের শাড়িতে সোনালী জড়ির কাজ ৷  কানে বড় ঝুমকা, গলায় চওড়া হার ৷ হাতে চুড়ি ৷

সাদামাটা সাজে অদিতির  সৌন্দর্য যেন আরও বেশি করে নজর কেড়েছে নেটিজেনদের ৷ অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা গিয়েছে সাদা-ধুতি-পাঞ্জাবীতে ৷ দক্ষিণী সংস্কৃতি মেনেই এদিন সকালেই পরিবারের ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদিতি-সিদ্ধার্থ ৷ বাগদানের খবরের মতোই বিয়ের খবরও হটাৎই দিলেন দম্পতি। 


প্রসঙ্গত, ২০২১ সালে 'মহা সমুদ্রম' ছবির শুটিং সেটে অদিতি-সিদ্ধার্থের প্রথম আলাপ৷ তারপর সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। এবং সেখান থেকে প্রেম। একসঙ্গে বহু জায়গায় বেড়াতে যেতেও দেখা গিয়েছে তাঁদের। নিজেদের প্রেম কখনওই সমাজ মাধ্যম থেকে আড়াল করেননি তাঁরা।  এবার জীবনের নতুন অধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহার, অনন্যা পাণ্ডে, সোনাক্ষী সিনহার মতো বহু বলি তারকারা।