নিজস্ব সংবাদদাতা: প্রায় প্রতিদিন বিবাহিত জীবনে অশান্তির কারণে আত্মহত্যা করছে বহু মহিলা। পরিসংখ্যানে দেখা গিয়েছে বৈবাহিক সম্পর্কে অশান্তির কারণ হল যৌতুক না দেওয়া। যার যেরে রোজ অশান্তি, এবং মানসিক নির্যাতনের শিকার হন বহু মহিলারা। তাই মৃত্যুকে বেছে নেন মুক্তির পথ হিসাবে।
এই সত্যিটা গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলছেন পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। বহুদিন পর ছোট ছবির পরিচালনায় তিনি। ছবির নাম 'এভরি ৬৮ মিনিট'। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যেও কলম ছুঁয়েছেন তিনি।
গল্প এগোয় মর্গে মৃত মেয়ের অপেক্ষায় থাকা এক বাবাকে ঘিরে। মেয়ের মৃত্যুতে হতাশ সে। কীভাবে মৃত্যু হল মেয়ের? সেই উত্তর খুঁজতে গিয়ে কোন সত্যির মুখোমুখি হবে সে? সেই উত্তর দেবে এই ছোট ছবি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী, রিচা শর্মা ও আদিল হোসেন।
প্রসঙ্গত, গত বছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অনিন্দিতা সর্বাধিকারী। নিজের অসুস্থতার খবর তিনি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। যদিও এখন সুস্থ পরিচালক। তাই আবারও কাজে ফিরে দর্শকের মন জয় করতে প্রস্তুত তিনি।
