নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের ছোটপর্দায় ফেরার খবর আসছিল। তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন সিরিয়াল প্রেমী দর্শকও। তবে নতুন ধারাবাহিকে নয়, জি বাংলার 'আনন্দী'তে এক বিশেষ চরিত্রে ফিরছেন স্বীকৃতি। 

 

 

 

'জি বাংলার 'আনন্দী'র হাত ধরে ফিরেছে ঋত্বিক-অন্বেষা জুটি। ধারাবাহিকে‌ চিকিৎসকের চরিত্রে ঋত্বিক এবং নার্সের চরিত্রে অন্বেষা। 'ঊর্মি'র মতোই এবারও বেশ হাসিখুশি চরিত্রে দেখা যাচ্ছে 'আনন্দী'কে। ডাক্তারবাবুর ঠাকুমাকে ইনজেকশন দিতে বাড়িতে পা রাখে 'আনন্দী'। গল্পে সে শেখাচ্ছে কীভাবে ভালবেসে রোগ সারানো যায় এবং মন ভাল রাখা যায়। যেখানে ডাক্তার নাতি ফেল, সেখানে ঠাকুমাকে হাসিমুখে ইনজেকশন দিয়ে ফেলছে সে। 

 

 

শুধু ভালবেসে রোগই সারায় না সে। ভালবাসা দিয়ে ধীরে ধীরে মনও জয় করে ফেলেছে 'টুকাইবাবু'র। কিন্তু তাদের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে তৃতীয় ব্যক্তি তিতির। কিন্তু মুশকিল আসান করতেও প্রস্তুত স্বীকৃতি। ধারাবাহিকে আইপিএস অফিসার 'অমৃতা সরকার'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। নিজেই সমাজ মাধ্যমে চরিত্রের প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

 

 

 

প্রসঙ্গত, স্বীকৃতিকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে। এই মেগা শেষ হতেই তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন দর্শক। এবার নতুন ধারাবাহিকে না হলেও নতুন চরিত্রে দর্শকের মন জয় করতে তৈরি স্বীকৃতি।