হাত কাটা ব্লাউজ এবং ছোট পোশাক পরা নিয়ে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মন্তব্যকে কেন্দ্র করে এখন তোলপাড় সমাজমাধ্যম। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে নানাভাবে কটাক্ষ করছেন টলিউডের একাধিক অভিনেত্রী। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সমাজমাধ্যমে শ্বেতা ভট্টাচার্যর এই মন্তব্যকে কেন্দ্র করে কলম ধরলেন। নিজের শরীর নিয়েও মন্তব্য করেছেন স্বস্তিকা। তবে শ্বেতার নাম সরাসরি না নিয়ে 'ছোটপর্দার অভিনেত্রী' বলে সম্বোধন করেন স্বস্তিকা। 

 


অভিনেত্রী লিখেছেন, 'আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন হিরোইনরা হাত কাটা ব্লাউজ পরতেন, পরেছেন এবং পরেন? আমার মা পরতেন, উনি অবশ্য গৃহবধূ ছিলেন। আমার মাথায় যে নামগুলো আসছে লিস্ট করছি। প্লিজ আপনাদের মনে পড়লে আরও নাম যোগ করবেন। শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।' এই লেখা লিখে একাধিক প্রবাদপ্রতিম অভিনেত্রীর নাম লেখেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যারা হাত কাটা ব্লাউজ পরেছেন এবং এখনও পরেন। স্বস্তিকার এই পোস্টে সাধারণ মানুষসহ একাধিক অভিনেত্রী মন্তব্য করেছেন।

 

 

এমনকী অনেকেই আরও অভিনেত্রীদের নাম যোগ করেছেন। অনেকেই বলছেন 'যারা ছোট পোশাক পড়েন তাহলে কী তাঁরা শরীর বেচতে আসেন ইন্ডাস্ট্রিতে? এই ধরনের মন্তব্য কেউ কিভাবে করতে পারেন?' যদিও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ঠিক এইভাবে মন্তব্য করেননি। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কখনওই ছোট বা হাত কাটা পোশাক পরতে একেবারেই অভ্যস্ত নন। বাস্তবে পরেন না এবং পর্দাতেও সেই কারণে এই ধরনের পোশাক থেকে দূরে থাকেন। কারণ তাঁর মনে হয় তাঁকে এই ধরনের পোশাকে মানায় না। কেরিয়ারের শুরুতে তাঁকে এক ব্যক্তি বলেছিলেন এই ধরনের পোশাক না পরলে কখনও তিনি উন্নতি করতে পারবেন না। এই সময়ে শ্বেতা তাঁকে বলেছিলেন, "আমি অভিনয় করতে এসেছি নিজের শরীর বেচতে আসেনি।" 

 

আরও পড়ুন: আসছে 'অনুরাগের ছোঁয়া' সিজন ২? সূর্য নয় এবার দীপার বিপরীতে দেখা যাবে টলিপাড়ার কোন নায়ককে? 


এই মন্তব্যের পর অনেকেই ভাবতে শুরু করেন তাহলে যাঁরা ছোট পোশাক পড়ছেন তাঁরা কি আসলে শরীর বেচতে এসেছেন? বা যাঁরা জীবন নির্বাহ করতে বাস্তবে পতিতাবৃত্তিকে বেছে নেন, তাঁদেরকেও কি ছোট করলেন শ্বেতা? এই মন্তব্যের পরই শ্বেতার বিরুদ্ধে নাম না করে সমাজমাধ্যমে নানা মন্তব্য লিখতে শুরু করেন টলিউডের একাধিক অভিনেত্রী। 

 


শুধু তাই নয়, মমতা শঙ্করের সঙ্গে তুলনা করা হয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। কিছুদিন আগে মমতা শঙ্করের একাধিক মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে নেতিবাচক মন্তব্য এবং কটাক্ষ করা হয়। এবার শ্বেতার ক্ষেত্রে ঠিক তেমনটাই হতে চলেছে! যদিও শ্বেতা একাধিকবার জানিয়েছেন, পোশাক নিয়ে তিনি যে মন্তব্য করেছেন শুধুমাত্র সেটা নিজের জন্য। অন্য কারওর পোশাক নিয়ে প্রশ্ন তোলার তিনি কে? এমনকী তাঁর সহ অভিনেত্রীরা যখন ছোট পোশাক পরেন তাঁর ভাল লাগে। তিনি পরতে পারেন না, কারণ তাঁর মনে হয় তাঁকে মানায় না। তাই তিনি যেভাবে কথাটা বলতে চেয়েছেন তা হয়তো অনেকেই বুঝতে পারেননি। তিনি কখনওই কাউকে ছোট করতে চাননি, ছোট পোশাক পরতে না পারা তাঁর অক্ষমতা- শ্বেতার কথায় নাকি এটাই বলতে চেয়েছিলেন তিনি।