নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। 'মিঠাই' হয়েই আজও তিনি রয়েছেন দর্শকের মনে। তবে বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় নজর কেড়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই শুরু হবে তাঁর 'কালরাত্রি ২'-এর শুটিং।‌

 

 

তার আগে নিজের জন্মদিনটা ভগবান কৃষ্ণের সঙ্গে কাটালেন সৌমিতৃষা। গত কয়েক বছর ধরেই তাঁর জন্মদিন পালিত হচ্ছে বৃন্দাবনে। বিশেষ দিন আসার আগেই তিনি সপরিবারে পৌঁছে যান সেখানে। শিবরাত্রিও বৃন্দাবনেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি।

 

কৃষ্ণ প্রেমে নিজেকে বরাবরই মোহিত করে রাখেন অভিনেত্রী। এ কথা আগেও স্বীকার করেছেন তিনি। নিজের জন্মদিনটাও তাই ভগবানের সেবায় কাটালেন তিনি। ভক্তিভরে পুজো দিলেন মন্দিরে। তার ফাঁকে সমাজমাধ্যমে লাইভে এসেছিলেন তিনি। অনুরাগীদের শুভেচ্ছাবার্তার উত্তরও দিলেন সৌমিতৃষা। লাল সালোয়ারে কপালে তিলক এঁকে এদিন দেখা গেল অভিনেত্রীকে। 

 

নতুন কাজ শুরুর আগে ভগবানের আশীর্বাদ নিয়ে ফিরতে চান সৌমিতৃষা। টলিপাড়ার অন্দরের খবর, 'হইচই'-এর 'কালরাত্রি ২' ছাড়াও একটি থ্রিলার ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ সৌমিতৃষা।