মা হতে চলেছেন পত্রলেখা। চলতি বছরের জুলাই মাসে সুখবর দেন অভিনেত্রী ও তাঁর স্বামী রাজকুমার রাও। দীর্ঘ ১৫ বছর ধরে চলা তাঁদের ভালোবাসার সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।
সম্প্রতি মাতৃত্বযাত্রা নিয়ে খোলাখুলি কথা বলেন পত্রলেখা। সোহা আলি খানের পডকাস্ট 'অল অ্যাবাউট হার'-এ এই নতুন জার্নির বিভিন্ন বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে অকপটে জানান, প্রায় তিন বছর আগে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। তবে তাঁর মতে, ডিম্বাণু হিমায়িত করার প্রক্রিয়ার চেয়ে গর্ভধারণ অনেক সহজ। পত্রলেখার কথায়, “ডাক্তার তখন আমাকে বলেননি যে প্রক্রিয়াটা এতটা কঠিন হবে। ওজন বেড়ে গিয়েছিল, শরীর ও মনের ওপর ভীষণ চাপ এসেছিল। সত্যি বলতে, সেই সময়টা আমার জন্য খুবই ক্লান্তিকর ছিল।”
আরও পড়ুনঃ দীপিকাকে দেখে হিংসায় জ্বলে ওঠেন আলিয়া! মেয়ের কী নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা?
পাত্রলেখার কাছে মাতৃত্ব এক সুন্দর অভিজ্ঞতা হলেও, তিনি ডিম ফ্রিজ করানোর জটিলতা ও কষ্টকে কখনও ভুলতে পারেননি। রাজকুমার ঘরণী জানিয়েছেন, ডিম সংরক্ষণ করার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই তরুণীদের উদ্দেশে তাঁর পরামর্শ, “যদি সম্ভব হয়, প্রাকৃতিকভাবে গর্ভধারণ করো। কারণ পুরো ডিম ফ্রিজিং প্রক্রিয়া শরীর ও মনের ওপর ভীষণ চাপ ফেলে।”

পত্রলেখা নিজেও হিমায়িত ডিম্বাণু ব্যবহার করেননি, বরং স্বাভাবিকভাবেই গর্ভবতী হয়েছেন। মজার বিষয়, প্রথমে তিনি নিজেই জানতেন না যে তিনি সন্তানসম্ভবা, কারণ টেস্ট কিট নেতিবাচক ফলাফল দেখিয়েছিল। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতেই তিনি গর্ভধারণের খবর পান।
সন্তানের জন্য কি পরিবার থেকে চাপ এসেছিল? পত্রলেখা জানিয়েছেন, বেশ অনেক দিন ধরেই পত্রলেখার মা নাতি-নাতনির প্রত্যাশা করতেন। কিন্তু সন্তানের জন্য পরিবারের তরফে কখনও অতিরিক্ত চাপ অনুভব করেননি তাঁরা।
পাত্রলেখা ও রাজকুমার রাওয়ের প্রেম শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ এক দশক প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে। এই খুশির খবরে যেমন উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা, তেমনই বলিউড ইন্ডাস্ট্রিও অপেক্ষা করছে এই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য। যদিও দম্পতি প্রকাশ্যে জানিয়েছেন, জীবনযাত্রার এই নতুন অধ্যায়কে তাঁরা ব্যক্তিগত রাখতে চান। অনুরাগী ও মিডিয়াকেও তাঁদের এই বিশেষ সময়টুকু সম্মান করার অনুরোধ করেছেন দম্পতি।
