নিজস্ব সংবাদদাতা: মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করলেন টলিউড অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। অতীতের ভয়ংকর সময়কে পিছনে ফেলে চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে সংসার শুরু করলেন মল্লিকা। মেয়ের পছন্দমত জায়গায় হতে চলেছে মধুচন্দ্রিমা। কোথায় যাচ্ছেন নবদম্পতি?

 

বৌভাতে মা-বাবাকে পাশে নিয়ে হাসিমুখে দেখা গেল অদ্রিজাকে। রুদ্রর নতুন নাম দিয়েছেন - 'পপসি', এই নামেই এবার থেকে তাঁকে ডাকতে চলেছেন তিনি। তবে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মল্লিকা-রুদ্রজিৎ? মল্লিকা জানালেন এখনই কোথাও যাবেন না তাঁরা। কারণ, সামনেই মেয়ের উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষ হলে তবে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাবেন। মধুচন্দ্রিমার গন্তব্য কি ঠিক হয়ে গিয়েছে? এই প্রশ্ন শুনে অদ্রিজা বলেন, "হ্যাঁ আমিই ঠিক করেছি। প্রথমে আমরা যাব বেনারসে, তার কারণ আমি ভগবানে বিশ্বাসী। তাই ঠিক করেছি আমার পরীক্ষা হয়ে গেলে সবাই মিলে বেনারস যাব।"

 

মাত্র  ১৭ বছর বয়সে জীবনের অনেক বড় দায়িত্ব নিলেন তিনি। মায়ের মুখে দ্বিতীয়বার হাসি ফোটালেন মেয়ে। তাঁর কথায়, "আমি সবসময় চাইতাম মা আবার বিয়ে করুক খুব ভাল থাকুক।" মল্লিকার কথায়, "আমার পরিবার এবং মেয়ে পাশে না থাকলে দ্বিতীয়বার নতুন জীবন শুরুর কথা ভাবতেই পারতাম না। মেয়ে আমার জীবনের পরী, আমার জীবনটাকে বদলে দিয়েছে ও।" এই কথা শুনে রুদ্রজিৎও বলেন, "আমাদের দুজনের জীবনেই ও পরী হয়ে উঠেছে।"