নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'টাপুর টুপুর' ধারাবাহিকে 'পায়েল'-এর চরিত্রে অভিনয় করে একসময় ছোঠপর্দায় আলোড়ন ফেলেছিলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী। জুটি বেঁধেছিলেন অভিনেতা মনোজ ওঝার সঙ্গে। তাঁদের জুটি বেশ জনপ্রিয় ছিল দর্শক মহলে।

 

 

এরপর, 'আচঁল', 'পটলকুমার গানওয়ালা' 'গোয়েন্দা গিন্নি', 'কিরণমালা', 'নিশির ডাক'-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মাফিন। ইন্ডাস্ট্রিতে টানা ১৭ বছর চুটিয়ে কাজ করার পর আচমকাই অভিনয় জগৎ থেকে সরে যান মাফিন। যদিও কারণ অজানা। সূত্রের খবর, এই সময় নিজের নাচের স্কুল নিয়ে নাকি ব্যস্ত ছিলেন অভিনেত্রী।

 

 

বহুবছর পর ফের আবার স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। স্টার জলসার আসন্ন ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রোমো। সেই প্রোমোতে এক ঝলক মাফিনকে দেখেই খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা।

 

 

প্রসঙ্গত এই ধারাবাহিকের প্রযোজনায় 'টেন্ট সিনেমা'। ইতিমধ্যেই রাঙামতির চরিত্রের ঝলক দেখেছেন‌ দর্শক। চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ করে পরিচয়ও করিয়েছেন নায়িকার সঙ্গে। এই চরিত্রে দেখা যেতে চলেছে নতুন মুখ মনীষা মন্ডলকে। পেশায় মডেল তিনি। এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে হাতেখড়ি হতে চলেছে তাঁর। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে।