নিজস্ব সংবাদদাতাঃ অভিনয় থেকে বেশ অনেকদিনই বিরতি নিয়েছেন মধুবনী গোস্বামী। ছেলে কেশভকে সময় দেওয়ার সঙ্গেই চালিয়ে যাচ্ছেন বিউটি পার্লার ও ভ্লগিংয়ের কাজ। পর্দায় কাজ না করলেও সাম্প্রতিককালে বিভিন্নভাবে চর্চায় উঠে এসেছেন তিনি। কখনও নিজের লুক, কখনও বা বেঁফাস মন্তব্যের জেরে একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন মধুবনী গোস্বামী। এবার চাকুরীজীবী মায়েদের নিয়ে তাঁর মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা।
সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের অভিনয় জগৎ থেকে সরে আসাকে কেন্দ্র করে চাকুরীজীবী মায়েদের নিয়ে 'আলটপকা' মন্তব্য করে বসেন অভিনেত্রী। আর তাতেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ। এমনকী এই মন্তব্যের বিরুদ্ধে কমেন্ট করেছেন একাধিক টলি তারকাও।
বেশিরভাগ মায়েরাই এখন সংসার সামলে চাকরি করেন। বর্তমান আর্থিক দিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই মা ও বাবার চাকরি করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, একজন মহিলার স্বনির্ভর হওয়াও জরুরি। আর এই পরিস্থিতিতে মধুবনী গোস্বামীর মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। 'যে মায়েরা চাকরি করেন তাঁরা কি সন্তানের খেয়াল রাখেন না? নাকি সন্তানকে ভালবাসেন না?' এই প্রশ্ন তুলছেন অনেকেই।
মধুবনী ছেলে কেশভের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'মা হওয়া সত্যিই সহজ নয়। নিজের প্রমিসিং ক্যারিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে, সন্তান এবং সংসারের জন্য ত্যাগ স্বীকার করা মুখের কথা নয়। অনেকে হয়তো বলবেন, “তোমার আর্থিক সচ্ছলতা আছে, তাই তুমি করেছ!” কিন্তু এখানেই একটা মস্ত বড় ভুল, যা আমি আপনাদের শুধরে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে এমন বহুজনকে চিনি, যাদের আর্থিক সচ্ছলতা থাকা সত্ব্যেও, তারা কিন্তু করেনি। শুধু “নিজের পয়সা” বা “বরের পয়সা” থাকলেই হয় না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার সঙ্গে ছায়াসঙ্গীর মতো সেঁটে থাকার, তার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যতকে বিসর্জন দেওয়ার মতো মনও থাকা দরকার। যেটা সবার থাকে না।'
মধুবনীর এই পোস্টে অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা লিখেছেন, "কার কেমন আর্থিক স্বচ্ছলতা তা না জেনে এমন মন্তব্য করা উচিত নয়। কোনও মায়েরা স্বেচ্ছায় সন্তানের থেকে দূরে থাকতে চান না, তাই যার যার জীবন নিজের মতো, নিজের ভাবনাকে সবার সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত নয়।' এখানেই শেষ নয়, বহু মহিলাই প্রশ্ন তুলেছেন, 'আপনি অভিনয় ছাড়লেও ভ্লগিং করে তো টাকা কামাচ্ছেন, বিউটি পার্লার আছে। পরে হয়তো অভিনয় তো ফিরবেন, অন্য মায়েদের নিয়ে এমন মন্তব্য করার সাহস কেন দেখালেন?'
মধুবনীর এমন 'একপেশে' পোস্ট দেখে বিরক্ত অনেকেই। নেটাগরিকদের একাংশের বক্তব্য, "পরিস্থিতির কারণে বহু মায়েদের চাকরি করতে হয়, অনেকে স্বেচ্ছায় করেন, তবে কোনওটাই ভুল নয়। বর্তমানে বেশিরভাগ মায়েরা ঘরে ও বাইরে দক্ষ হাতে সামলাচ্ছেন।"
