নিজস্ব সংবাদদাতা: মাকে হারালেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কল্পনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র ৬৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রীর মা। বুধবার সকালে সমাজ মাধ্যমে নিজেই দুঃসংবাদ জানিয়েছেন কনীনিকা।
গতবছর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন কল্পনা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক মাস আগে অভিনেত্রী তাঁর মায়ের অসুস্থতার বিষয়ে জানিয়েছিলেন। চিকিৎসার জন্য কল্পনাদেবীকে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানা গিয়েছে। শেষ পর্যন্ত ১ এপ্রিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার সমাজমাধ্যমে মায়ের মৃত্যুর খবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। লেখেন, "একরাশ যন্ত্রণা নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।' কঠিন সময়ে শোক সামলে উঠতে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
