নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'। 'চিনি' ধারাবাহিক থেকে হঠাৎ সরে যাওয়ার পর বেশকিছু দিনের বিরতি নিয়ে এই ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য।
আগে বেশ কিছু কাজ করলেও জি বাংলার 'খেলনা বাড়ি' ধারাবাহিকে অভিনয়ের পর থেকে সকলের নজরে আসেন ইন্দ্রানী। মিতুলের মেয়ে অর্থাৎ গুগলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর স্টার জলসায় 'চিনি' ধারাবাহিকে সোমরাজ মাইতির বিপরীতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ইন্দ্রানীকে। তবে ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই হয় নায়িকার মুখ বদল। ইন্দ্রানীর জায়গায় দেখা যায় বিজয়লক্ষ্মীকে। ঠিক কী কারণে হঠাৎ করে এই ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয় ইন্দ্রানীকে, তা সরাসরি জানা যায়নি।
কানাঘুষো শোনা যায় অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এই ধারাবাহিক থেকে বাদ পড়েন অভিনেত্রী। যদিও এই বিষয়ে মুখ খোলেননি ইন্দ্রানীও। এরপর কয়েক মাসের বিরতি নিয়ে আবার নতুন কাজ শুরু করলেন তিনি। স্টার জলসার নতুন ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'-এ ইন্দ্রানীকে দেখা যেতে চলেছে একজন বিমান সেবিকার চরিত্রে।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে নীলাঙ্কুর মুখোপাধ্যায়। সম্ভবত নীলাঙ্কুরের প্রতি দুর্বল ইন্দ্রানীর এই চরিত্র। তাঁদের মধ্যে একটা সম্পর্ক দেখালেও রাঙামতি কিছুদিনের মধ্যেই আসবে নায়কের জীবনে। ঠিক তখনই হয়ত বদলাবে সম্পর্কের সমীকরণ। তাহলে কি এই ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রানীকে? তা এখনও নিশ্চিত নয়। তবে ভবিষ্যতে সম্পর্কের তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রানীর চরিত্রটিকে।
