নিজস্ব সংবাদদাতা: ১৪৪ বছর পর মহাকুম্ভ, তাও আবার প্রয়াগরাজে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি তারকারা। তাই বলিউড থেকে টলিউডের তারকাদের দেখা গিয়েছে কুম্ভ স্নানে।
এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে দেখা গেল দেবলীনা কুমারকে। হাতে কম সময় নিয়েই পৌঁছে গেলেন প্রয়াগরাজে। সেই মুহূর্ত দেবলীনা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
পুণ্য স্নানে দেবলীনাকে দেখা গিয়েছে বাবা দেবাশিস কুমার ও মা দেবযানী কুমারের সঙ্গে। মা-বাবার সঙ্গে নিজের ছবি ভাগ করে তিনি লিখেছেন, 'মহাকুম্ভ মেলা ২০২৫-এ যাওয়ার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পর এই সময়টা আসবে। আমি ভীষণই আধ্যাত্মিক একজন মানুষ। তাই আধ্যাত্মিকতার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। এর কারণ, এই জীবনে এর চেয়ে বেশি সুযোগ আর পাব না।'
পুণ্য স্নানের মুহূর্তে বাবা-মা সঙ্গে থাকলেও স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে দেখা গেল না। কারণ, এই মুহূর্তে স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে 'ঋষি'র চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই শুটিংয়ের চাপে ছুটি পাননি। কিন্তু এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি দেবলীনা। তাই বাবা-মাকে সঙ্গী করেই পাড়ি দিয়েছিলেন পুণ্য অর্জনে।
