নিজস্ব সংবাদদাতা: কাজের পাশাপাশি নেটপাড়ায় চর্চিত বিবৃতি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক। অভিনেত্রীর ব্যক্তিগত নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। মডেল হিসাবেও ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। অভিনেত্রীর লড়াকু মনোভাবের ঝলক মাঝেমধ্যেই প্রকাশ পায় সমাজমাধ্যমে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটা সময় বহু চর্চা হয়েছে টলিপাড়া থেকে নেটপাড়ায়। যদিও এইমুহূর্তে ‘সিঙ্গল’ বিবৃতি। তবে সম্পর্ক ভাঙলেও তিনি ভেঙে পড়তে নারাজ। তাই তো নিজের তন্বী চেহারাকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে মনোযোগী হয়েছেন তিনি। সমাজমাধ্যমে নিজের শরীরচর্চার একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, রেয়ার ডেল্ট এবং ট্র্যাপস অর্থাৎ কাঁধের পিছনের মাংসপেশি সুডৌল করার যন্ত্রের সামনে বসে রয়েছেন অভিনেত্রী। তবে ব্যায়াম করার সময়েও তাঁর মাথায় ঘুরছে চটপটে, নোনতা খাবারের কথা। কোন খাবার? সেই জবাবও একটি মজাদার ইমোজির সাহায্যে জানিয়েছেন বিবৃতি। নিজের মাথার উপরে বাবলের ইমোজিতে দেখা যাচ্ছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ ভর্তি ঠোঙার ছবি।

 

 

প্রসঙ্গত, খাতায় কলমে স্বামী স্ত্রী হলেও গত তিন বছর এক ছাদের তলায় থাকে না তথাগত-দেবলীনা।  বিবৃতির নাম না তুলে দেবলীনা তাঁর এবং তথাগতর জীবনে এক 'মধ্যবর্তিনী'র কথা তুলে বলেছিলেন, “যে খবর তৈরি করা হয়েছে, ছড়ানো হয়েছে— সেটা মিথ্যে। গত তিন বছরে কেউ ছিল না ওর জীবনে, কোনও প্রেম ছিল না। গত তিন বছরে যে মধ্যবর্তিনী খবরের শিরোনামে এসেছেন, তাঁর সঙ্গে ‘প্রেমে আছি’— এই কথাটা ও বলেনি কেন?” 

 

অন্য দিকে শোনা যাচ্ছে, তথাগতর জীবনে এসেছেন একজন বিশেষ মানুষ।  খবর, পরিচালক তাঁরই ‘রাস’ ছবির এক সহকারী পরিচালকেই মন দিয়েছেন। তাঁর নাম, আলোকবর্ষা বসু। তাঁর উপরেই মন মজেছে ‘ভটভটি’ পরিচালকের।  দিন কয়েক আগে হঠাৎ-ই তথাগতর প্রেমের খবর ছড়িয়ে পড়ে।