নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ‘ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। ছবিতে নায়িকার সঙ্গে সলমনের রয়াসন সকলের নজর কেড়েছিল। কিন্তু সেই ছবির সেটেই নাকি ভাইজানের উপর চটেছিলেন ভাগ্যশ্রী! কিন্তু কেন? কী এমন করেছিলেন নায়ক?
১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’। এই ছবির সাফল্যের সঙ্গেই ভাইজানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে তাঁর ক্যারিয়ার গ্রাফ ছিল উর্ধ্বমুখী। শোনা যায়, ছবির শুটিংয়ে ভাগ্যশ্রীর সঙ্গে অভিনেতার বেশ ভাল বন্ধুত্ব হয়েছিল। কিন্তু তারপরও কেন সলমনের উপর ক্ষেপে গিয়েছিলেন ভাগ্যশ্রী? মুখ খুলেছেন নায়িকা।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, "‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার শুটিং চলাকালীন আমরা অনেক মজা করেছিলাম। শুটিং ফ্লোরে সকলেই ভীষণ ভাল ছিলেন। তবে আমার সঙ্গে বাড়ির কেউ ছিল না বলে মাঝেমধ্যেই মন খারাপ হত। আর তখনই সলমন আমার কানের কাছে গান গাইতে শুরু করত। "
ভাগ্যশ্রীর মন ভাল করতে 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির দিল দিওয়ানা গানটি গাইতেন সলমন। অভিনেত্রীর কথায়, "এমনিতে সলমন খুব ভাল ছিল। কিন্তু বারবার আমার কানের কাছে গান গাইতে থাকত বলে আমি একদিন ভীষণ বিরক্ত হয়ে যাই। ওকে বলেছিলাম, 'তুমি কেন এটা করছ?'
তবে ভাগ্যশ্রীর কথায় খুব একটা পাত্তা দেননি সলমন। অভিনেত্রী জানান, "রাগ দেখানোয় সলমন আমাকে বলে এইভাবেই ও আমার কানের কাছে গান গাইবে। কিন্তু যখন আমি শেষমেষ খুব রেগে যাই তখন ও হঠাৎ করে আমাকে বলে, আমি কেন হিমালয়কে ডেকে আনি না। আচমকা এই কথা শুনে আমি বেশ চমকে উঠেছিলাম।"
উল্লেখ্য, হিমালয় দাসানি হলেন ভাগ্যশ্রীর স্বামী। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মুক্তির ঠিক এক বছর পরেই হিমালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নায়িকা। ২০২২ সালে ‘রাধে শ্যাম’ ছবিতে শেষবার অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গিয়েছিল।
