নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির একসময়ের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছে মহুয়া রায়চৌধুরীর নাম। মাত্র ২৬ বছর বয়সে কমবেশি ৮০টি ছবির নায়িকা। বেশির ভাগ ছবি দর্শক-সমালোচক প্রশংসিত। তাঁর বিতর্কিত জীবন এবং রহস্যে ঘেরা মৃত্যুই কি এই প্রজন্ম পর্যন্ত পৌঁছতে দিল না মহুয়াকে? 

 

বড়পর্দায় এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছেন প্রযোজক রানা সরকার। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে 'গুনগুন করে মহুয়া'।‌ পরিচালনায় থাকছেন নতুন মুখ সোহিনী ভৌমিক। ছবির বিষয়বস্তু গবেষণা-চিত্রনাট্যে দেবপ্রতিম দাশগুপ্ত এবং সোহিনী। চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।

 

মহুয়া রায়চৌধুরীর চরিত্রে বড়পর্দায় কাকে দেখা যাবে এই নিয়ে চলছিল ব্যাপক গুঞ্জন।‌ উঠে আসছিল একের পর এক পরিচিত নাম।‌ টলিপাড়ার অন্দরের খবর, প্রয়াত অভিনেত্রীর ছোটবেলার চরিত্রে দেখা যেতে পারে অয়ন্যা চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, শোনা যাচ্ছে মহুয়া রায়চৌধুরীর শেষ জীবনের লুকেও থাকতে পারেন অয়ন্যা। যদিও উঠে আসছে একাধিক অন্য নামও। ইতিমধ্যে নাকি হয়ে গিয়েছে লুক টেস্টও। এদিকে, মুখে কুলুপ এঁটেছেন প্রযোজক। শেষমেশ 'মহুয়া' হওয়ার লড়াইয়ে কোন অভিনেত্রী এগিয়ে আসেন এখন সেটাই দেখার। 

 

প্রসঙ্গত, অয়ন্যাকে দর্শক দেখেছেন ছোটপর্দা থেকে বড়পর্দায় এমনকী ওটিটিতেও। ধারাবাহিক 'শ্রীমান পৃথ্বীরাজ'-এ অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন অয়ন্যা। এছাড়াও মিমি চক্রবর্তীর সঙ্গে 'মিনি'-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।