নিজস্ব সংবাদদাতা: 'হেমলক সোসাইটি'র আদলে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'। মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়কে। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, ছবিতে থাকতে পারেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়।
ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুট হবে। ছবিতে থাকতে পারেন টলিপাড়ার বহু পরিচিত মুখেরা। সূত্রের খবর, অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ছোটপর্দা থেকে বড়পর্দার পরিচিত মুখ অরিজিতা। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক্স=প্রেম'-এ দেখা গিয়েছিল অরিজিতাকে। তারপর আবার এই ছবিতে পরিচালকের সঙ্গে কাজ তাঁর।
এই মুহূর্তে দর্শক অরিজিতাকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু'তে। গল্পে 'পর্ণা'র শাশুড়ি 'কৃষ্ণা'র চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। টলিপাড়ার কানাঘুষো, আগামী মাসেই শেষ হতে পারে এই ধারাবাহিক। গত দু'বছর ধরে 'কৃষ্ণা'র চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অরিজিতা। এবার আরও একবার বড়পর্দায় নিজেকে নতুনভাবে তুলে ধরতে প্রস্তুত তিনি।
