নিজস্ব সংবাদদাতা: রবিবার অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বেহালার নাচের স্কুলে ছিল সাজসাজ রব। ছাত্রীদের উদ্যোগেই সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। নিজের হাতে আলপনা দেওয়া থেকে শুরু করে পুজোর জোগাড় করা, সবটাই আগের দিন থেকে সেরেছিলেন অপরাজিতা। 

 

পুজোর পরই এল নতুন খবর। সূত্রের খবর, বর্তমানে নাকি টিনসেল টাউনে আনাগোনা করছেন অভিনেত্রী। তবে কি ফের বলিউডে কাজ করতে চলেছেন অপরাজিতা? এর আগে তাঁকে 'মেরি প্যায়ারি বিন্দু' ছবিতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে দেখা গিয়েছিল। এখন ছবি না সিরিজ কীসে দেখা যাবে অভিনেত্রীকে? 

 

জানা যাচ্ছে, একটি সিরিজের কথাই এগোচ্ছে। তবে এখনও চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি ওটিটি মাধ্যমের পক্ষ থেকে। তাই মুখে কুলুপ এঁটেছেন অপরাজিতা। এই মুহূর্তে আতিউল ইসলামের পরিচালনায় 'বানসারা'র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। পুরুলিয়ার বহু জায়গায় শুটিং সেট তৈরি করে চলছে ছবির কাজ। ছবিতে অপরাজিতার সঙ্গে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত।