সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে আমির খান অভিনীত ছবি 'লগান'। তবে ছবির শুরুটা কিন্তু মোটেই মোলায়েম ছিল না। তৈরির শুরু থেকেই নানা সমস্যায় ভুগছিল 'লগান'। 'লগান'-এর গল্প শুনে শাহরুখ খান, হৃতিক রোশন রাজি হননি। 'লগান'-এর চিত্রনাট্য মনে ধরলেও প্রস্তাব প্রায় ফিরিয়ে দিয়েছিলেন খোদ আমিরও। এবার এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, তিনিও এই ছবির অংশ হতে পারতেন, অর্থাৎ আমিরের বিপরীতে গ্রেসি সিংয়ের বদলে তাঁকেই দেখতে পেতেন দর্শক। তবে একটি কারণেই তা আর শেষমেশ হয়ে ওঠেনি। এবং তা হল, ভারতীয় গ্রাম্য নারী হিসাবে তাঁকে পর্দায় দেখতে 'বেশি শিক্ষিত' লাগছে, এই কারণে।
আমিশা জানান, 'লগান'-এ তিনি প্রায় 'ফাইনালাইজড' হয়ে গিয়েছিলেন। তবে একেবারে শেষমুহূর্তে হঠিয়ে দেওয়া হয় তাঁকে। অভিনেত্রী তখন নিউ জিল্যান্ড 'কহো না প্যায়ার হ্যায়'-এর শুটিং করছিলেন। এমন সময় তাঁকে জানানো হয় এই বাদ পড়ার ঘটনা। 'লগান' ছবির নির্মাতারা তাঁকে দিয়েছিলেন এই যুক্তি। আমিশার যেরকম কথাবার্তা, তাঁকে দেখতে, তাঁর চলন-বলেন, ভাবভঙ্গি থেকে উচ্চারণ-সবটুকুই ভীষণ মার্জিত, সঠিক তারে বাঁধা। সুতরাং...
অথচ এই সব কারণে গদর ছবিতে সাকিনা র চরিত্রে নেওয়া হয়েছিল তাঁকে, দাবি আমিশার। কারণ সাকিনা ছিলেন একজন ইংরেজি মিডিয়ামে পড়া নারী। তার উপর উচ্চ-বংশীয়। তবে 'লগান'-এ যে গ্রেসি সিংয়ের কাজ তাঁর অপূর্ব লেগেছিল , সেকথা জানাতেও বিন্দুমাত্র কুন্ঠাবোধ করেননি আমিশা।
