সংবাদ সংস্থা মুম্বই: গত বছর বিক্রান্তের ‘টুয়েলফথ ফেল’ বলিউডে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল।  এরপর একের পর এক ওটিটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, তাঁর অভিনীত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’ প্রশংসা কুড়িয়ে নেয় সমালোচকমহলে। 'সবরমতী রিপোর্ট' দেখে তো বিক্রান্তের কাজের তারিফ করেন খোদ  প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এহেন আবহে বিক্রান্ত জানিয়ে দিলেন অভিনয় থেকে অবসর গ্রহণ করছেন তিনি! বিনোদন ইন্ডাস্ট্রিতে পথ চলা শেষ করছেন অভিনেতা৷ সোমবার ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অভিনয় জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন বিক্রান্ত।  দু'দিন যেতে না যেতেই এবার এই বিষয়ে ফের মুখ খুললেন বিক্রান্ত। জানালেন, মোটেই তিনি বলিপাড়া থেকে অবসর নিচ্ছেন না। তাঁর কথার অন্য অর্থ বের করা হয়েছে। ফলে বুঝতে ভুল হয়েছে মানুষের! 

 

এখন ঠিক কী বলেছেন বিক্রান্ত? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, অভিনয় থেকে অবসর গ্রহণ করার কোনও ইচ্ছেই তাঁর নেই। তবে হ্যাঁ, এইমুহূর্তে তিনি নিজের পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। 'টুয়েলফথ ফেল' অভিনেতার কথায়, " না, না অভিনয় থেকে অবসর নিচ্ছি না। আসলে, আমি খুব ক্লান্ত,বিধ্বস্ত...  ছুটির খুব প্রয়োজন... শরীরও সেটা জানান দিচ্ছে। আমার কথার ভুল অর্থ বুঝেছেন মানুষ।" এখানেই না থেমে তিনি আরও বলেন, "অভিনয়টাই যা আমি পারি। আর কিছু তেমন পারি না। তবে এইমুহূর্তে আমি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত। মন-মেজাজ একেবারে ঠিক নেই। তার উপর পরিবারের সঙ্গেও আরও বেশি করে সময় কাটাতে চাই। তাই যখন সব ঠিকঠাক হবে, ফিরে আসব। "

 

সোমবার সমাজমাধ্যমে বিক্রান্ত লিখেছিলেন, “গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ ছিল। আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি এবার ফিরে যাওয়ার সময়। একজন স্বামী, পিতা এবং পুত্র হিসাবে, এছাড়াও অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে আমার অভিনীত দু'টি ছবি মুক্তি পাবে। শেষবারের মতো আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য।