নিজস্ব সংবাদদাতা: প্রথমবার এই ছবির ঘোষণা হয় ২০২১-এর শীতে। তখন থেকেই চর্চায় রাণা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি। ছবির পরিচালনায় থাকছেন সৃজিত মুখোপাধ্যায়। রাণা-সৃজিতের জুটির রয়েছে তাক লাগানো ইতিহাস। এই জুটি থেকেই বাংলা ছবি পেয়েছে ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’। সেই সময় শোনা গিয়েছিল, বাংলা বিনোদন দুনিয়ার এক ঝাঁক তারকা অভিনয় করছেন সেই ছবিতে।
তবে নানা কারণে সেই ছবির শুটিং শুরু হয়নি, পিছিয়েছে একাধিকবার। তবে এবার জোরকদমে তোড়জোড় শুরু হল এই ছবির। ছবির চরিত্রাভিনেতাদের মধ্যে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্ণো মিত্র, দর্শনা বণিক ও ছোটপর্দার পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্তকে।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়কে। সূত্রের খবর, ছবিতে তাঁকে তিনটি সময়কালে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যেতে চলেছে। এই বিষয়ে আজকাল ডট ইন-কে সুজন নীল বলেন, "তিনটি চরিত্রে, তিনটি সময়কালে দেখা যাবে আমাকে। বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি, এক মন্দিরের পুরোহিত ও অন্য চরিত্রটি ক্যামেরার ওপারের একজন। এই তিনটি ভিন্ন চরিত্রে কীভাবে সরলরেখায় ধরা হবে আমাকে ছবিতে, সেটাই চমক।"
প্রসঙ্গত, ছবির গানের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। থাকছে কবীর সুমনের কন্ঠে গানও। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে চলেছে ছবির শুটিং। বছর শেষে মুক্তি পাবে 'লহ গৌরাঙ্গের নাম রে'।
