নিজস্ব সংবাদদাতা: দুগ্গামণি ও গায়েত্রীর জীবনে কি আসতে চলেছে নতুন সংকট? ধারাবাহিকের নয়া মোড় বড় বড় বিপদ নিয়ে আসছেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়? 'তেঁতুলপাতা'র পর জি বাংলার 'দুগ্গামণি ও বাঘমামা' ধারাবাহিকের কোন চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতাকে? গায়েত্রীর জীবন থেকে কি একেবারে দূরে চলে যাবে দুগ্গামণি?
এই ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। খবর, গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে সৌম্যকে। তবে ইতিবাচক নাকি নেতিবাচক চরিত্র তা এখনও খোলসা নয়। সম্প্রতি, 'তেঁতুলপাতা' ধারাবাহিকের সৌম্যকে দেখেছেন দর্শক। আগামীতে দর্শক তাঁকে দেখবেন 'হইচই'-এর টেলি সিরিজ 'শাখা প্রশাখা'য় ঋতাভরী চক্রবর্তীর বিশেষ বন্ধুর চরিত্রে।
এর আগে একাধিক নেতিবাচক চরিত্রে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেতা। সূত্রের খবর, ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো শুট হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই দেখা যাবে সেই প্রোমো।
দুগ্গামণি ও গায়েত্রীর মিষ্টি সম্পর্কে বেশ জমেছে এই ধারাবাহিক। একে অপরকে এই ধারাবাহিকে আগলে রাখলেও এখন গল্পের মোড়ে গায়েত্রীর জীবন থেকে অনেকটাই দূরে রয়েছে দুগ্গামণি। কবে আবার গায়েত্রীর কাছে ফিরবে দুগ্গামণি? সৌম্যর চরিত্র এসে কি তবে এই দূরত্ব বাড়াবে নাকি কাছাকাছি আনবে দু'জনকে?
