নিজস্ব সংবাদদাতা: দত্ত বাড়ির সাধারণ ছেলে এবার সুপারস্টার! বাড়ি থেকে বেরিয়ে পুরোপুরি ভোল বদল, স্যুটেড বুটেড রুবেলকে যেন চেনাই দায়। পর্ণাকে ভুলে নতুন প্রেমে পড়েছেন সৃজন?

বর্তমানে জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকে আর রুবেলকে দেখা যাচ্ছে না। তবে কি পর্ণার কাছে আর ফিরবে না সৃজন? কিছুদিন আগেই গল্পে এসেছে নতুন মোড়, আর এরপরই মেলে দুঃসংবাদ। শোনা যাচ্ছিল, ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে রুবেল অনুরাগীদের জন্য সুখবর, জি বাংলারই নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা।  

শীঘ্রই আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো', যেখানে বেশ ঝাঁ চকচকে লুকে দেখা যাচ্ছে রুবেলকে। লাল রংয়ের স্যুট, চোখে রঙিন চশমা, একেবারে আলাদা স্টাইলে ধরা দেবেন অভিনেতা। এই ধারাবাহিকে একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন রুবেল। তাঁর জীবনে আসে অত্যন্ত সাধারণ এক মেয়ে। যে চরিত্রে দেখা যাবে মোহনা মাইতিকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে দু'জনের লুক। সালোয়ার কামিজ ও শাঁখা সিঁদুর পরা মোহনাকে দেখে বেশ বোঝা যাচ্ছে, দুই প্রধান চরিত্র সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। 

এদিকে  রুবেলকে ছাড়াই 'নিম ফুলের মধু'র শেষ দিনের শুটিং হতে চলেছে। কারণ নতুন ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। 'তুই আমার হিরো' ধারাবাহিকে প্রথমবার রুবেল ও মোহনাকে একসঙ্গে দেখা যাবে। এই ধারাবাহিকে রুবেল প্রথম থেকেই নায়ক, তবে কীভাবে মোহনা তার নায়িকা হয়ে উঠবেন, সেটাই এখন দেখার।