নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতি টলিউডের। শুটিং শুরু হলেও সমস্যার সমাধান কী হল? সেই প্রশ্ন এখনও ঘুরছে টলি পাড়ায়। প্রথমবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেতা ঋদ্ধি সেন।

এই কয়েকদিনের বিক্ষিপ্ত মিটিং এ নানা বিষয়ে আলোচনা হলেও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে তেমনভাবে কোনও কথা হয়নি। এছাড়াও পরিচালকদের আলোচনার পর পরিচালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন, তৃতীয় পক্ষ হিসেবে এমন কোনও মানুষকে তাঁরা চান যে বা যাঁরা কাজ বোঝেন। তাঁদের অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তবে তা যে হয়নি সেটা স্পষ্ট। গিল্ডের কার্ড ছাড়াই বছরের পর বছর কাজ করতে বাধ্য হন স্বাধীন পরিচালক এবং কলাকুশলীরা। হঠাৎই কাজ বন্ধ করে দেওয়া হয় তাঁদের। নতুন নিয়মে কি বদলাতে চলেছে এই পরিস্থিতির ছবি

ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "যে বিষয়গুলো এখনো অস্পষ্ট - স্রেফ স্বজন পোষনের ভিত্তিতেই কি চলতে থাকবে গিল্ডের কার্ড পাওয়ার প্রক্রিয়া ? নাকি যোগ্যতার ভিত্তিতে বিচার করা শুরু হবে ? ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকরদের কী হবে? 'ইন্ডিপেন্ডেন্ট' শব্দটায় কি ফেডারেশনের হস্তক্ষেপ চলতেই থাকবে? আর সবচেয়ে জরুরি, সিনেমার ফ্লোরে জল দেওয়ার ইতিহাস অবধি যার নেই, সিনেমা নির্মাণের প্রক্রিয়ার ধাপগুলো যিনি ক্রনোলজিকালি উত্তর দিতে গেলে হোঁচট খাবেন , টেকনিশিয়ান শব্দটা বলতে যিনি ‘সিনে’র বদলে ‘পার্টি’ বোঝেন, ট্রলির হাতল ধরা আর পার্টির ঝান্ডা ধরা যে এক জিনিস নয় , এই ভাবনায় অপরিচিত এক ব্যক্তিকে সিনে ফেডারেশনের সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার পদে ভরসা করা উচিত কি ?"

ঋদ্ধি সেনের এই লেখায় আবারও নতুন করে উঠল টলিউডের অন্দরের কথা। এরপরও কি উত্তর মিলবে? নাকি প্রশ্ন হয়েই থেকে যাবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের ভবিষ্যৎ?