সংবাদ সংস্থা মুম্বই: রাজকুমার রাও আসছেন এক নতুন অবতারে। তাঁর আসন্ন ছবি ‘মালিক’-এ গ্যাংস্টারের চরিত্রে রয়েছেন তিনি। ২০২৪-এর ৩১ আগস্ট, তাঁর ৪০তম জন্মদিনে এ ছবির প্রথম লুক পোস্টার শেয়ার করে এই ঘোষণা করেছিলেন রাজকুমার।
এবার এল ছবিতে তাঁর লুকের পোস্টার। ‘মালিক’-এর প্রথম পোস্টারে রাজকুমার রাও ক্যামেরার দিকে সামান্য পিছন ফিরে দাঁড়িয়ে, হাতে বন্দুক ধরে এক গ্যাংস্টারের আধিপত্যর প্রতিচ্ছবি তুলে ধরেছেন। ‘মালিক’-এর চোখের কঠিন দৃষ্টি এবং অভিব্যক্তিতেই যেন প্রকাশ পাচ্ছে এই চরিত্রের তীব্রতা। বোয়ালী বাহুল্য, এই প্রথমবার রাজকুমার রাওকে এমন এক চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RajKummar Rao (@rajkummar_rao)
রাজকুমার রাও জানিয়েছেন, ‘মালিক’ ছবির শুটিং প্রায় শেষ। এটি একটি অ্যাকশন থ্রিলার, যা ২০২৫ সালের ১১ জুলাই মুক্তি পাবে। পরিচালক পুলকিতের পরিচালনায় এই ছবি আসছে এক গ্যাংস্টারের কঠিন জীবন, তাঁর তীব্র সংঘর্ষ, চ্যালেঞ্জ নিয়ে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মেধা শঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মনুষী চিল্লার এবং হুমা কুরেশি।
ছবির সুরকারের দায়িত্বে আছেন শচীন-জিগর, আর গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ছবির শুটিং হয়েছে লখনউ, বারাণসী, এবং উন্নাও-সহ ভারতের বিভিন্ন জায়গায়। রাজকুমার রাও শারীরিকভাবে ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে গিয়েছেন এ ছবির চরিত্রের জন্য। ছবির কঠিন অ্যাকশন সিকোয়েন্স, হাতাহাতি এবং নানান বন্দুকের সঙ্গে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করেছেন তিনি। নির্মাতাদের মতে, 'মালিক' ছবিটি এক নতুন ঘরানার অ্যাকশন থ্রিলার হিসেবে দর্শকদের সামনে আসবে। এ ছবির গল্পের গভীরতা এবং রাজকুমার রাও-এর অভিনয় এক নতুন মাত্রা যোগ করবে।