সংবাদ সংস্থা মুম্বই:  রাজকুমার রাও আসছেন এক নতুন অবতারে। তাঁর আসন্ন ছবি ‘মালিক’-এ গ্যাংস্টারের চরিত্রে রয়েছেন তিনি। ২০২৪-এর ৩১ আগস্ট, তাঁর ৪০তম জন্মদিনে এ ছবির প্রথম লুক পোস্টার শেয়ার করে এই ঘোষণা করেছিলেন রাজকুমার। 

 

এবার এল ছবিতে তাঁর লুকের পোস্টার। ‘মালিক’-এর প্রথম পোস্টারে রাজকুমার রাও ক্যামেরার দিকে সামান্য পিছন ফিরে দাঁড়িয়ে, হাতে বন্দুক ধরে এক গ্যাংস্টারের আধিপত্যর প্রতিচ্ছবি তুলে ধরেছেন। ‘মালিক’-এর চোখের কঠিন দৃষ্টি এবং অভিব্যক্তিতেই যেন প্রকাশ পাচ্ছে এই চরিত্রের তীব্রতা। বোয়ালী বাহুল্য, এই প্রথমবার রাজকুমার রাওকে এমন এক চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RajKummar Rao (@rajkummar_rao)