নিজস্ব সংবাদদাতা: ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। 
 


ছবির টিজার সামনে আসতেই চমকে উঠেছেন দর্শক। বঙ্কিমচন্দ্রের চোখে বাংলার ইতিহাসের এক অনন্য কাহিনি যেন এক ঝলক সামনে এসেছে। এই ছবির জন্য ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। পাশাপাশি শিখেছেন তলোয়ারবাজিও।

 
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও'নিল। 

 

টলিপাড়ার অন্দরের খবর, ছবিতে 'দেবী সিংহ'র চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রাজদীপ সরকারকে। 'প্রফুল্ল'কে গ্রাম থেকে জোর করে তুলে নিয়ে যায় স্বৈরাচারী জমিদার 'দেবী সিংহ'। তারপরই 'ভবানী পাঠক'-এর সঙ্গে সাক্ষাৎ হয় 'প্রফুল্ল'র। তার সান্নিধ্যে 'প্রফুল্ল' ধীরে ধীরে হয়ে ওঠে 'দেবী চৌধুরানী'। 

 

রাজদীপকে দর্শক সম্প্রতি 'বিনোদিনী'তে 'যতীন্দ্রনাথ ঠাকুর'-এর চরিত্রে দেখেছেন। আগামীতে 'দুর্গাপুর জংশন' ছবিতে এক সিআইডি অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে‌। 

 

প্রসঙ্গত, উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। ২০২৫-এর ১মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।