নিজস্ব সংবাদদাতাঃ গুরুতর অসুস্থ রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের একমাত্র সন্তান আইরা। অতিরিক্ত অসুস্থতার কারণে ১০ মাসের আইরাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী এমন হল যে তিন দিন ধরে ছোট্ট আইরাকে হাসপাতালে রাখতে হল?
২০২৪ সালের ১৪ আগস্ট রাহুল-প্রীতি বিশ্বাসের ঘর আলো করে আসে আইরা। কিছুদিন আগেই জমজমাটভাবে মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেন তারকা দম্পতি। দেখতে দেখতে কেটে গেল ১০ মাস। রাহুল ও প্রীতি উভয়ের সমাজ মাধ্যমে চোখ রাখলে প্রায়ই ছোট্ট আইরার নানান কীর্তিকলাপ নজরে আসে। কিন্তু আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে খুদে।
জানা গেছে, ঠান্ডা লাগা থেকে জ্বর আসে আইরার। শরীরে তাপমাত্রা বেড়ে হয়ে যায় ১০৩ ডিগ্রি। এরপর আর দেরি করেননি রাহুল-প্রীতি। চিকিৎসকের পরামর্শ মতো মেয়েকে হাসপাতালে ভর্তি করেন তাঁরা। জ্বরের পাশাপাশি ছিল একাধিক শারীরিক অসুস্থতা। মেয়ের কষ্ট দেখে ভেঙে পড়েছেন প্রীতি। হাসপাতালে মেয়ের সঙ্গেই আছেন তিনি, মাকে ছাড়া থাকতে চাইছে না ছোট্ট আইরাও।
সমাজ মাধ্যমে মেয়ের অসুস্থতার খবর জানিয়েছেন প্রীতি। সঙ্গে আইরার সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করতে বলেন অভিনেত্রী। তাঁর কথায়, আগের থেকে এখন অনেকটাই ভাল আছে আইরা, আর জ্বর আসেনি। শারীরিক অবস্থা এমন থাকলে আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি যেতে পারে আইরা। তবে এই ক'দিনে মন থেকে ভেঙে পড়েছেন প্রীতি, সর্বক্ষণ আইরার পাশে আছেন তিনি। মাঝে মাঝে গিয়ে মেয়েকে দেখে আসছেন রাহুল। শীঘ্রই সুস্থ হয়ে উঠুক আইরা, এই কামনাই করছেন সকলে।
