নিজস্ব সংবাদদাতা: কমিকের পাতা থেকে সোজা বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র 'রাপ্পা রায়'। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। 'রাপ্পা রায়' -এর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে।
তিনি ছাড়াও এই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরীরাও গুরুত্বপূর্ণ সব চরিত্রে। ক্রাইম, কমেডির মিশেলে এই ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরেই। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হবে শুটিং।
বহু চরিত্রদের মাঝে এবার যোগ দিতে চলেছেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। গল্পে 'লাল্টু মণ্ডল'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। শহরের উঠতি বড়লোক লাল্টু। সিন্ডিকেট চালায় সবার অলক্ষ্যে। স্বপ্ন দেখে ইলেকশন জেতার। তাই দারস্থ হয় এমএলএ-এর কাছে। এই চরিত্রে থাকছেন সুজন বন্দ্যোপাধ্যায়। তার কথায় অনৈতিক কাজে জড়িয়ে পড়ে লাল্টু। রাপ্পার নাগাল এড়িয়ে কী কী কাজ করবে সে? তা ফুটে উঠবে গল্পে।
'ধীমান বর্মন প্রোডাকশনস' এর ব্যানারে মুক্তি পাবে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। 'রাপ্পা রায়'-কে নিয়ে কাজের প্রসঙ্গে পরিচালক ধীমান বর্মন বলেছেন, "রাপ্পা রায়কে নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছুই থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করে দেব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় কে আশা করছি দর্শকদের ভাল লাগবে।'
