নারীর সংগ্রাম, প্রেম, বিশ্বাসঘাতকতা ও সাহসের গল্প নিয়ে আসছে বাংলা ছবি 'দুগ্গা'। প্রযোজনা করছে পৃথ্বী ফিল্মস, প্রযোজক কৃষ্ণা গুপ্ত, পরিচালনায় এম. সেলিম। অভিনয়ে রয়েছেন ওম সাহানি, অনিন্দিতা জানা, আহসান খান, ঈশিতা দাস, সান্ত্বনা বসু, অনসূয়া সামন্ত, ক্যান্ডি দাস, মনোজিৎ বোরাল, দেবাশিস গাঙ্গুলি, মহম্মদ গোলাম-সহ আরও অনেকে। গল্প লিখেছেন সুরজিৎ নল্লি ও এম. সেলিম, চিত্রনাট্যে সুরজিৎ পাল ও মৌসুমি কর। সিনেমাটোগ্রাফির দায়িত্ব  সামলেছেন রাজু ও সৌভিক বর্মন। 

 


ছবিটিতে রয়েছে ৩টি মৌলিক গান। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম দেব। গান গেয়েছেন নাকাশ আজিজ, মোহাম্মদ ইরফান, সৌভিক কবি, উর্মি চৌধুরী, লহনা দাস,অস্মিতা কর ও আইওয়ান বিশ্বাস। গানের কথা লিখেছেন সৌরভ দে। 

 

পৃথ্বী ফিল্মস প্রযোজিত এবং কৃষ্ণা গুপ্ত প্রযোজিত বহুল প্রতীক্ষিত বাংলা ছবি 'দুগ্গা' এবার দুর্গাপুজোর আগে নিয়ে আসছে এক বিশেষ চমক। ছবির টাইটেল ট্র্যাক 'দুগ্গা ঠাকুর' মুক্তি পেতে চলেছে আগামী ১০ই সেপ্টেম্বর।

 


ছবির পরিচালক এম সেলিমের কথায়, "এই গান কেবলমাত্র একটি সিনেমার গান নয়, বরং দুর্গাপুজোর আবহকে আরও উজ্জ্বল করে তোলার এক সঙ্গীতায়োজন। বিশেষত্ব হল—গানটিতে ব্যবহার করা হয়েছে দক্ষিণী ঘরানার নাচ এবং সঙ্গীত উপস্থাপনা, যা বাঙালি দর্শকদের জন্য এক অভিনব অভিজ্ঞতা হবে।

 

গানটির নৃত্য পরিচালনা হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। 'দুগ্গা ঠাকুর' গানটি দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে সিনেমার প্রতি দর্শকের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন নির্মাতারা।

 


গানে রয়েছেন ওম সাহানি, যিনি তার এনার্জেটিক পারফরম্যান্সের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকের আকর্ষণ করেছেন। তাঁর সঙ্গে ছবিতে অভিনয় করছেন অনিন্দিতা জানা। 

 

আরও পড়ুন: 'রঘু ডাকাত' নিয়ে টলিউডের প্রথমবার এমন প্রয়াস! সকলকে অবাক করে কী ঘোষণা করলেন দেব ও শ্রীকান্ত মোহতা 

 

অভিনেতা ওম সাহানির কথায়, "আমাদের লক্ষ্য ছিল এমন একটি গান উপহার দেওয়া, যা দুর্গাপুজোর দিনে প্রতিটি প্যান্ডেলে বাজবে। এই গান দর্শক-শ্রোতাদের একসঙ্গে গাইতে, নাচতে এবং আনন্দ করতে উদ্বুদ্ধ করবে।”

 

আগামী ১০ই সেপ্টেম্বর গানটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইউটিউবে মুক্তি পাবে। গানটির মুক্তি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে।

 

পরিচালক এম. সেলিম বলেন, “দুগ্গা কেবল একটি সিনেমা নয়, এটি প্রতিটি নারীর বাস্তব সংগ্রামের প্রতিচ্ছবি। এই ছবি দর্শকদের ভাবাবে এবং সমাজকে প্রশ্ন করবে। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে দুগ্গা, যা দর্শকের সামনে সমাজ ও নারীর অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলবে।"

 


ছবির গল্পে সুন্দরবনের এক গরিব ঘরের মেয়ে বিয়ের স্বপ্ন নিয়ে কলকাতায় আসে। কিন্তু স্বপ্নের শুরুতেই ঘটে ভয়াবহ প্রতারণা—নিজের স্বামীই তাকে নিষিদ্ধপল্লীতে বিক্রি করে দেয়। কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে মেয়েটি সত্যিটা বুঝতে পারে এবং ভেঙে পড়ার বদলে পালিয়ে বেরিয়ে আসে অন্ধকার জীবন থেকে। ভাগ্যের মোড় ঘুরে যায়—নিজের শক্তি, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সে গড়ে তোলে নতুন জীবন। অন্ধকার থেকে উঠে এসে সে হয়ে ওঠে শহরের খ্যাতনামা মডেল দুগ্গা। যার গল্প কেবল সংগ্রামের নয়, আত্মমর্যাদা ও নতুন জীবনের লড়াইয়ের প্রতীক।