নিজস্ব সংবাদদাতা: বারবার স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' শেষের খবর আসছে। কিন্তু যতবারই এই খবর আসে, ঠিক ততবার নতুন মোড়ে বদলে যায় ধারাবাহিকের গল্প। এবারও ঠিক তাই হল।
কিছুদিন ধরেই টলিপাড়ার গুঞ্জন, এবার নাকি ফের বদলে যাবে সোনা-রূপা। গল্প এগিয়ে যাবে বেশকিছু বছর। কিন্তু নতুন সোনা-রূপার চরিত্রে কাদের দেখা যাবে, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে প্রকাশ্যে এল মেগার নতুন অধ্যায়। সেখানেই দর্শক দেখলেন নতুন সোনা-রূপাকে।
এর আগে 'সোনা'র চরিত্রে দর্শক দেখেছিলেন দেবপ্রিয়া বসুকে। অন্যদিকে, 'রূপা'র চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে। প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, পাল্টে গিয়েছে সেনগুপ্ত পরিবার। হারিয়ে গিয়েছে রূপা। এদিকে, সূর্য এখন হুইলচেয়ারে। দীপা তার রেস্তোরাঁ নিয়ে ব্যস্ত। এদিকে, বড় হয়ে গিয়েছে সোনা-রূপা। সোনা বাবা-মার কাছে থাকলেও, আলাদা হয়ে গিয়েছে রূপা। এক মন্দিরের আশ্রিতা সে। এত বছর কেটে গেলেও আজও মায়ের জন্য চোখে জল আসে তার। এভাবেই এগোবে ধারাবাহিকের নতুন অধ্যায়। গল্পের নতুন মোড়ে রূপাকে কি ফিরে পাবে সূর্য-দীপা?
এদিকে, গল্পের নতুন অধ্যায়ে আসছে নতুন নায়ক। মডেল, অভিনেতা কুশল ঠাকুরকে দর্শক দেখবেন রূপার বিপরীতে। কীভাবে তার সঙ্গে পরিচয় হবে রূপার? গল্পের মোড়ে জানা যাবে এর উত্তর। প্রসঙ্গত, এবার থেকে 'সোনা'র চরিত্রে দর্শক দেখবেন নিশা পোদ্দারকে। অন্যদিকে, 'রূপা'র চরিত্রে দেখা যাবে নবাগতা সংহতি বন্দ্যোপাধ্যায়কে।
