নিজস্ব সংবাদদাতা: বাস্তবের ছোঁয়ায় গল্পের ধরন বদলেছে বাংলা ধারাবাহিকে। ঘরে-বাইরে নারীর লড়াইয়ের বিভিন্ন দিক ফুটে উঠছে গল্পে। এবার এরকমই এক গল্প নিয়ে আসছে সান বাংলা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক 'শোলক সারি'। প্রযোজনায় 'ব্লুজ প্রোডাকশন'।
 
 সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রঙিন সুতোয় শাড়ি বুনছে একটি মফস্বলের মেয়ে। কিন্তু তার সব আশা শেষ করে দেয় অভিজাত পরিবারের এক কর্ত্রী। কিন্তু রুখে দাঁড়ায় শোলক। বোন শাড়িকে পাশে নিয়ে চলে তাঁর হার না মানা লড়াই। 
'শোলক'-এর চরিত্রে অভিনয় করছেন নবাগতা সুকন্যা চক্রবর্তী। অভিনয় জগতে প্রথম কাজ হলেও মডেলিং দুনিয়ার পরিচিত মুখ সুকন্যা। অন্যদিকে বহুদিন পর ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন 'আয় তবে সহচরী' ধারাবাহিকে।
