নিজস্ব সংবাদদাতা: জি বাংলায় সদ্য শুরু হয়েছে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠছে এই মেগায়। অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন জিতু-দিতিপ্রিয়ার জুটি। শুরুর সপ্তাহে থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
এবার ধারাবাহিকের আরও মশলা যোগ করার জন্য নতুন খলনায়কের প্রবেশ হচ্ছে। তন্বী লাহা রায় অনেক আগে থেকেই এই মেগায় ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। এবার নায়িকা 'অর্পণা'র জীবনে নতুন নায়ক আসতে চলেছেন। আর এই চরিত্রে থাকছেন অর্কজ্যোতি পাল চৌধুরী।
ধারাবাহিকে অর্কজ্যোতি নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। নতুন প্রোমো দেখে বোঝা যাচ্ছে, নতুন চরিত্রটি খলনায়কের চরিত্র হতে চলেছে। এবার দেখার বিষয় 'অর্পণা'র জীবনে নতুন কোন ঝড় তোলেন তিনি?
প্রসঙ্গত, 'বেহুলা' ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে ব্যপক পরিচিতি পেয়েছিলেন অর্কজ্যোতি। ওই ধারাবাহিকে 'লক্ষ্মীন্দর'-এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এরপরেও বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি, প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধাও পড়েছেন অর্কজ্যোতি। জীবনের নতুন অধ্যায় শুরু করার পরেই নতুন কাজে ফিরলেন অভিনেতা।
