সংবাদসংস্থা মুম্বই: স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'র অনুকরণে তৈরি হয়েছে হিন্দি মেগা 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'। ধারাবাহিকেও নায়িকার চরিত্রের দাপট ফুটে উঠছে। প্রথম থেকেই দর্শক পছন্দ করেছেন 'অঞ্জলি' রূপে বাঙালি নায়িকা শ্রীতমা মিত্রকে। স্টার জলসার 'গীতা এলএলবি'র টিআরপি লিস্টে দারুণ সাফল্য আর দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই হিন্দি মাধ্যমে শুরু হয়েছে এই ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'।
শুরু থেকেই এই ধারাবাহিকও টিআরপি-তে দারুণ ফল করছে। মুখ্য চরিত্রে শ্রীতমা ও অঙ্কিত রায়জাদা। কিছুদিন আগেই এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন এসেছিল। তবে শেষ না হলেও বড়সড় লিপ আসছে এই মেগায়। এক ধাক্কায় ২০ বছর এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।
নতুন মোড়ে থাকছেন না নায়ক আমন সিং রাজ। অর্থাৎ অঙ্কিতকে আর দেখা যাবে না 'আমন'-এর চরিত্রে। এই খবরে নিজেই সিলমোহর দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁকে যেভাবে গল্পটি বলা হয়েছিল, তা না হয়ে এখন অন্য খাতে এগোচ্ছে। নতুন মোড়ে তাঁকে যে চরিত্রটিতে অভিনয় করতে হতো, তাতে তিনি মোটেই রাজি নন। বয়স্ক চরিত্রে এই মুহূর্তে কাজ করতে ঘোর আপত্তি তাঁর। তাই চ্যানেলের সঙ্গে বোঝাপড়া করেই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কিত।
অঙ্কিত ধারাবাহিক ছাড়লেও, শ্রীতমা থাকছেন মুখ্য চরিত্রেই। জানা যাচ্ছে, এবার নতুন নায়ক হয়ে এই ধারাবাহিকে আসছেন তুষার ঢেম্বলা।
