নিজস্ব সংবাদদাতা: ২০ বছরের লিপ এসেছে জি বাংলার 'নিম ফুলের মধু'তে। ধারাবাহিকে পর্ণা-সৃজনের দুই ছেলে-মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে স্মৃতি হারিয়েছে সৃজন। এখন মাফিয়া দলের মাথা সে। তার সঙ্গে রয়েছে বান্ধবী মোহিনী।


এদিকে পুঁটি মা পর্ণার পাশে আছে সব সময়। কিন্তু ছেলে অর্পণ এখন ঠাম্মির কথা মতো চলে, মাকে পাত্তা দেয় না সে। সেই ঝলক আরও একবার ফুটে উঠল ধারাবাহিকে। সম্প্রতি, মুক্তি পেয়েছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মায়ের অমতে প্রেমিকাকে বিয়ে করে সোজা দত্ত বাড়িতে হাজির অর্পণ। ছেলের এই কাণ্ড দেখে রেগে আগুন পর্ণা। 


কিন্তু অর্পণের ঢাল হয়ে দাঁড়ায় তার বাবা সৃজন। যদিও স্মৃতি হারিয়ে পরিবারের কাউকেই চিনতে পারছে না সে। কিন্তু ছেলের বিয়ে দিয়ে বড় মুখে পর্ণার সামনে দাঁড়িয়ে সে বলে, এইবার সেও তার পছন্দের নারীকে বিয়ে করবে। অবাক হয়ে পর্ণা জানতে চায়, কাকে বিয়ে করতে চায় সে? একটুও সময় না নিয়ে সৃজন জানায়, সে মোহিনীকে বিয়ে করতে চায়। এদিকে দত্ত বাড়িতে সৃজনের সঙ্গে হাজির মোহিনীও। তাকে দেখে চটে লাল পর্ণা। সৃজনকে মোহিনীর হাত থেকে উদ্ধার করতে এবার উঠে পড়ে লাগে সে। তার সঙ্গে হাত মেলায় পুঁটিও। 


গল্পের নতুন মোড়ে আসতে চলেছেন নতুন নায়ক। সূত্রের খবর, পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। জানা যাচ্ছে, পুঁটির নায়ক হিসাবেই গল্পে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে নতুন প্রোমো শুটিংও। কিছুদিনের মধ্যেই 'নিম ফুলের মধু'র নতুন নায়ক হিসাবে দর্শক দেখবেন অনিন্দ্যকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার 'কাজল নদীর জলে' ধারাবাহিকে।